সংকর ইস্পাতের ওয়েন্ডিং উপযোগিতা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to সংকর ইস্পাতের ওয়েন্ডিং উপযোগিতা.
Content

সংকর ইস্পাতের ওয়েন্ডিং সংশ্লিষ্ট গুণাগুণ

যে কোন ধাতুর গুণাগুণ জানা থাকলে সংশিষ্ট ধাতু জোড়ের ক্ষেত্রে ধাতুর গুণাগুণ মোতাবেক সঠিক ইলেকট্রোড সঠিক কারেন্ট সেটিং, সঠিক ওয়েল্ডিং এর অবস্থান নির্বাচন ও সঠিক ধাতু জোড়ের টেকনিক গঠন গ্রহণ করা যায়।

নিম্নে প্রধান প্রধান সংকর ইস্পাতসমূহের গুণাগুণ প্রদত্ত হলো : 

নিকেল স্টিল- অত্যন্ত শক্ত, শক্তি সম্পন্ন এবং মজবুত

  • ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন
  •  উত্তমরূপে পালিশ হয়ে থাকে
  • অধিক টানা শক্তি সম্পন্ন
  • মরিচা রোধক

ম্যাঙ্গানিজ স্টিল- অত্যন্ত শক্ত

  • চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না 
  • উত্তমরূপে কাস্টিং করা যায়
  • উত্তমরূপে রোলিং করা যায়

ক্রোমিয়াম নিকেল স্টিলের চেয়ে শক্ত

  • নিকেল স্টিলের চেয়ে শক্তি সম্পন্ন
  • যে কোন স্টিলের চেয়ে করোশান রোধক
  • ঘর্ষন ক্ষয় রোধক

স্টেইনলেস স্টিল- অত্যন্ত শক্ত এবং মজবুত

  • স্টেইনলেস স্টিল চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং হার্ডেড করা যায়
  • স্টেইনলেস স্টিল এসিড এবং অ্যামোনিয়া দ্বারা আক্রান্ত হয় না।
  • ওয়েল্ডিং করা যায়
  • টানা শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে ৬.২৮.৩ টন
  • ব্রিলেন হার্ডনেস নং ২০-২৪

টাংস্টেন স্টিল- অত্যন্ত শক্ত এবং মজবুত

  • একে তাপ প্রক্রিয়া দ্বারা শক্ত করা যায়
  • কাটিং টুলস্ ম্যাটেরিয়ালস্ হিসেবে ব্যবহৃত হয়
  • উচ্চ গলন তাপমাত্রা
  • ওয়েল্ড করা কঠিন তবে ওয়েল্ড করা সম্ভব
Content added By

সংকর ইস্পাতের ওয়েল্ডিং বৈশিষ্ট্য

ওয়েল্ডিং জোড়ের ক্ষেত্রে বর্তমান জগতে অসম্ভব বলে কিছু নেই। ধাতুর গুণাগুণের উপর এর পদ্ধতি বা প্রক্রিয়ার পরিবর্তন হয়। তবে মূল ধাতুর সঙ্গে সামঞ্জস্য রেখেই ফিলার রড বা ইলেকট্রোড নির্বাচন করা হয়। ফ্লাক্স বা ফ্লাক্স কোটেড ইলেকট্রোডের ক্ষেত্রেও এর ভিন্নতা রয়েছে।

কার্যত সকল সংকর ধাতু জোড়া সম্ভব। কোন কোন সংকর ধাতু জোড়া দেওয়ার ক্ষেত্রে দক্ষ ওয়েল্ডারের প্রয়োজন। নিয়ম অনুযায়ী মাইন্ড স্টিলের তুলনায় অ্যালয় স্টিল ওয়েল্ডিং অনেক বেশি অসুবিধাজনক, এর কারণ ওয়েল্ডিং করার সময় ওয়েল্ড এলাকার নিকটবর্তীস্থানে ফাটল সৃষ্টি হয়, বিডে স্লাগ ইনক্লুশান এবং গ্যাস পকেট সৃষ্টি হয় এবং ঐ ত্রুটিগুলো জোড় দুর্বল করে দেয়। কোন জোড়ে ফাটল দেখা দিলে উক্ত জোড় কেটে ফেলে দিতে হয়, কারণ ফাটল মেরামত যোগ্য ত্রুটি নহে। একবার ফাটল আরম্ভ হলে তা শুধু ছড়াতেই থাকে। শুধু সঠিক নিয়ম, সঠিক অ্যালয় ইলেকট্রোড এবং সঠিক অবস্থানসহ সব ধরনের প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করলেই এ ধাতু জোড় সহজতর হয়। নির্দিষ্ট অ্যালয় স্টিলের জন্য নির্দিষ্ট ধরনের ইলেকট্রোডের ব্যবহার করা হলে এ ধরনের ত্রুটি প্রতিরোধ বা হ্রাস করা যেতে পারে। 

Content added By

প্রশ্নমালা-৮

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। সংকর ইস্পাত কী? 

২। ক্রোমিয়াম স্টিল কী?

৩। ম্যাঙ্গানিজ স্টিল কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

৪। নিকেল স্টিলের গুণাগুণ উল্লেখ কর।

৫। ম্যাঙ্গানিজ স্টিলের গুণাগুণ উলেখ কর।

৬। টাংস্টেন স্টিলের গুণাগুণ উল্লেখ কর।

রচনামূলক প্রশ্ন 

৭। সংকর ধাতুর গুণাগুণ ব্যাখ্যা কর।

৮। সংকর ধাতু জোড়ের বৈশিষ্ট্য উলেখ কর।

৯। ম্যাঙ্গানিজ স্টেইনলেস স্টিলের গুণাগুণ উলেখ কর।

Content added || updated By
Promotion