সালোকসংশ্লেষণ পদ্ধতি (পাঠ ৩-৬)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান - সালোকসংশ্লেষণ | NCTB BOOK
669
Summary

স্থলজ উদ্ভিদরা মাটি থেকে মূলরোমের মাধ্যমে পানি শোষণ করে, whereas জলজ উদ্ভিদগুলি দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোকসংশ্লেষণের জন্য আলো একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এর প্রধান উৎস সূর্য। সালোকসংশ্লেষণে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে এবং সূর্যালোকের সঙ্গে ক্লোরোফিলের মাধ্যমে পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। এই প্রক্রিয়া আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে বিভক্ত।

অক্সিজেন নির্গমনের পরীক্ষা করানোর জন্য নিচের উপকরণ ব্যবহৃত হয়:

  • একটি বিকার
  • একটি ফানেল
  • একটি টেস্টটিউব
  • পানি
  • সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা
  • একটি দিয়াশলাই

পরীক্ষার কার্যপদ্ধতি:

  1. বিকারটির দুই-তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করুন।
  2. হাইড্রিলা উদ্ভিদগুলো পানিতে রেখে ফানেলের মাধ্যমে ঢেকে দিন।
  3. বিকারের পানিতে আরও পানি যোগ করুন যাতে ফানেলের নল সম্পূর্ণরূপে পানিতে ডুবে থাকে।
  4. টেস্টটিউবটি পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করুন এবং উল্টিয়ে ফানেলের নলের উপরে রাখুন।
  5. সব কিছু সূর্যালোকে রাখুন।

এভাবে সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় অক্সিজেনের নির্গমন পরীক্ষা করা হবে।

স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস সূর্য সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়। সালোকসংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ:

সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি প্রথক পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় দুটি হলো- (১) আলোক পর্যায় ও (২) আলোক নিরপেক্ষ পর্যায়। এ বিষয় পরবর্তী শ্রেণিতে আরও বিশদ জানতে পারবে। সালোকসংশ্লেষণে যে অক্রিজেন উৎপন্ন হয় তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে।

সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা

পরীক্ষার উপকরণ: একটা বিকার, একটা ফানেল, একটা টেস্টটিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশলাই।

কার্যপদ্ধতি:

বিকারটির দুই-তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দেই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে। এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্টটিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দিই যাতে টেস্টটিউবের পানি বের না হয়ে যায়। এরপর এসব কিছুকে সূর্যালোকে রাখি ।


চিত্র ৫.১: সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...