সোল্ডারিং

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

সোল্ডারিং দুটি নরম ধাতব পদার্থকে পরস্পরের সাথে জোড়া দেওয়ার এক ধরনের কৌশল। এ অধ্যার সোল্ডারিং এর সংজ্ঞা, সোল্ডারিং এর প্রকারভেদ, সোল্ডারিং এর ব্যবহার, সোল্ডারিং আয়রণ ও ফ্লাক্স, সোল্ডারিং এর কার্য কৌশল, সোল্ডারিং এর সাবধানতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হলো ।

Content added By

একই জাতীয় অথবা ভিন্ন জাতীয় দুটি ধাতব পদার্থের মধ্যে কিলার ম্যাটেরিয়াল উত্তাপের সাহায্যে গলিয়ে যে জোড়া দেওয়া হয় তাকে সোল্ডারিং বলে। নরম সোল্ডারিং-এর ক্ষেত্রে ১৫০° সেঃ থেকে ৩৭০ সে: তাপমাত্রার দরকার হয়। আর হার্ড সোল্ডারিং-এর ক্ষেত্রে ৬০০ সে: থেকে ৯০০ সে: তাপমাত্রার প্রয়োজন হয়। সোল্ডারিং প্রধানত দুই প্রকার। যেমন- 
• সফ্ট সোল্ডারিং (Soft Soldering ) 
• হার্ড সোল্ডারিং (Hard Soldering )

Content added By

সোল্ডারিং এর ব্যবহার

ক) সফ্ট সোল্ডারিং (Soft Soldering ) 
অল্প উত্তাপে এবং অল্প শক্তি ব্যবহার করে যে সোল্ডারিং করা হয় তাকে সফ্‌ট সোল্ডারিং বা নরম সোল্ডারিং বলে। এতে জোড়ের শক্তি কম থাকে । এ ধরনের সোল্ডারিং সেখানেই ব্যবহার করা হয় যেখানে সার্ভিস টেম্পারেচার ১৫০° সেঃ এর নিচে থাকে। সঙ্কট সোল্ডারিং এ ফিগার অ্যাটেরিয়াল হিসেবে লেড বা সীসা এবং টিনের অ্যালয় ব্যবহার করা হয় । কাজের ধরনের উপর ভিত্তি করে এ দুটোর অনুপাত সংকর ধাতুতে বিভিন্ন রকম হতে পারে । শিট মেটাল ও প্লাম্বিং কাজে সাধারণত সফট সোল্ডারিং এর প্রয়োগ বেশি । 

খ) হার্ড সোল্ডারিং (Hard Soldering ) 
অধিক উত্তাপে অধিক বাঁধন শক্তি প্রদানের জন্য যে সোল্ডারিং করা হয় তাকে হার্ড সোল্ডারিং বা শক্ত সোল্ডারিং বলে। এতে জোড়ের শক্তি অনেক বেশি থাকে। এ ধরনের সোল্ডারিং এ যে সোল্ডার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক থেকে ১০০° সেঃ পর্যন্ত হয়ে থাকে। হার্ড সোল্ডারিং এ কিলার অ্যাটেরিয়াল হিসেবে কপার, সিলভার, টিন, লেড এবং তাদের সংকর ধাতু বা অ্যালয় সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। সিলভার সোল্ডারিং বিশেষভাবে বৈদ্যুতিক লাইন, অলঙ্কার তৈরি, উড়োজাহাজে এবং যেখানে বেশি শক্তি প্রয়োজন, সেখানে ব্যবহৃত হয়।

Content added By

সোল্ডার, সোল্ডারিং ও ফ্লাক্স

ক) সোচ্চার বা কিলার ম্যাটেরিয়াল
সোচ্চারিং কাজে সাধারণত লেড বা সীসা ও টিন এবং এদের সংকর ধাতু বা অ্যালয় সোন্ডার বা ফিলার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের সোচ্চার বা ফিলার ম্যাটেরিয়াল রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের সার্কিটে সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে সোফার বা ফিলার ম্যাটেরিয়াল হিসেবে কপার, সিলভার, টিন, লেড এবং তাদের সংকর ধাতু বা অ্যালর সোল্ডারিং ক ব্যবহার করা হয়। 

খ) সোল্ডারিং আয়রন সোল্ডারিং-এর সময় যে যন্ত্র প্রচন্ড উত্তাপে গরম করে ধাতু বা সোল্ডার পলানোর কাজে ব্যবহৃত হয় তাকে সোল্ডারিং আয়রন বলা হয়। সোল্ডারিং কাজে সাধারণত কপারের তৈরি পোষ্টারিং আয়রন ব্যবহার করা হয়। এটা সাধারণত ছোট ছোট সংযোগ ও যন্ত্রাংশ বা বৈদ্যুতিক তার জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সোল্ডারিং আরবদের আকার সাধারণত কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা লম্বা ধাতব দণ্ড আকৃতির, যার এক মাথার ধরার জন্য কাঠের বা প্লাস্টিকের হাতল থাকে এবং অন্য মাথায় সোল্ডারিং বিট সংযুক্ত থাকে। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে উত্তপ্ত করা হয়। বিটের মাথা সাধারণত সরু বা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। সোল্ডারিং-এর সময় সরু মাথা দিয়ে সোল্ডার বা কিপার ম্যাটেরিয়াল পলিয়ে ধাতুর জোড়া লাগানো হয়ে থাকে।

গ) ফ্লাক্স (Flax)
ফ্লাক্স হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ বা সোল্ডারিং-এর সময় ধাতব সারফেসে ডি-অক্সিডাই ি(De- Oxydising) এর কাজ করে। এর ফলে গলিত ধাতুতে প্লাগ জমতে পারে না এবং সোল্ডারিং মসৃণ ও সুন্দর হয়। সোল্ডারিং-এর ক্ষেত্রে জিকে ক্লোরাইড ফ্লাক্স হিসেবে ব্যবহার করা যায়। তবে সাধারণ বৈদ্যুতিক কাজে রেজিনকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয় ।

Content added || updated By

সোল্ডারিং কার্য প্রণালী

সোল্ডারিং কাজের জন্য প্রথমে ধাতব বস্তু বা ওয়ার্ক পিসের প্রাপ্ত দুটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এ কাজে শিরিস কাগজ ব্যবহার করা যেতে পারে। এরপর প্রাপ্ত দুটিতে অল্প একটু ফ্লাক্স প্রয়োগ করতে হবে। সোল্ডারিং আয়রন প্রয়োজন মতো উত্তপ্ত করে ওয়ার্ক পিনের প্রাপ্ত দুটি একসাথে লাগিয়ে ভাতে সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল স্থাপন করে তার উপর সোল্ডারিং আয়রন চেপে ধরে সোল্ডার পলিয়ে ধাতুর জোড়া লাগাতে হবে।

Content added By

সোচ্চারিং এর সাবধানতা

১. গরম সোল্ডারিং আয়রন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। 

২. এটা গরম অবস্থার বেখানে সেখানে রাখা যাবে না, বরং এর জন্য নির্দিষ্ট হোল্ডার বা কোনো রাজত্ব পাচ্ছে উপর রাখতে হবে। 

৩. সোল্ডারিং আয়রনের কাঠের হাতল ধরে সোল্ডারিং কাজ করতে হবে । 

৪. সোল্ডারিং আয়রনের বিটে হাত দেয়া যাবে না। 

৫. উন্মুক্ত শিখা বা ফ্লেম দিয়ে সোল্ডারিং আয়রন উত্তপ্ত করা হলে ফ্লেস ব্যবহারে সাবধানতা অবলখন করতে হবে। 

৬. ধাতুর উপযুক্ত যথাযথ সোচ্চার ও ফ্লাক্স ব্যবহার করতে হবে। 

৭. সোল্ডারিং শেষে সোল্ডারিং আয়রনের বডি বা অগ্রভাগে হাত দেওয়া যাবে না।

Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সোল্ডারিং কী। 
২. সোল্ডারিং কত প্রকার ও কী কী ? 
৩. সফট সোল্ডারিং এর তাপমাত্রা কত ? 
৪. হার্ড সোল্ডারিং এর তাপমাত্রা কত ? 
৫. ফ্লাক্স (Flax) কী ? 
৬. সোল্ডার বা ফিলার ম্যাটেরিয়াল হিসাবে কি ব্যবহার করা হয় ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সফট সোল্ডারিং কাকে বলে ? 
২. হার্ড সোল্ডারিং বলতে কি বোঝায় ? 
৩. সোল্ডার বা ফিরার ম্যাটেরিয়াল এর কাজ লিখ ? 
৪. সোল্ডারিং আয়রন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা কর। 
৫. ফ্লাক্স (Flax) ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহার করা হয় ? 

রচনামূলক প্রশ্ন 

১. সফট সোল্ডারিং ও হার্ড সোল্ডারিং করার বর্ণনা দাও? 
২. সোল্ডারিং কার্যপ্রণালি বর্ণনা কর। 
৩. সোল্ডারিং-এ সাবধানতাসমূহ উল্লেখ কর।

Content added By
Promotion