পদার্থবিদ্যা

একাদশ- দ্বাদশ শ্রেণি - পদার্থবিদ্যা | NCTB BOOK

কারন হাতলটি ভূমির কাছাকাছি থাকে। এর ফলে কোণের cos অণুপাতের মান বেশি হয়, কারন কোণ কম হয়। এর ফলে ভূমি বরাবর বেভের মান বেশি হয়। যার কারনে সহজেই টেনে খোলা যায়, তাই দরজার হাতল প্রান্তে রাখা হয়

8 months ago

দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে ।

4 months ago

স্রোতের সাথে আড়াআড়িভাবে নদী পাড়ি দিতে নৌকা এমনভাবে চালাতে হবে যাতে নৌকা ও স্রোতের বেগের লব্ধি , স্রোতের দিকের সাথে সমকোণে অবস্থান করে। এক্ষেত্রে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ 90° এর চেয়ে বেশি হতে হবে ।

 

4 months ago

কোনো বস্তুকে কোনো বলের প্রভাবে একটি বদ্ধপথ সম্পূর্ণ ঘুরিয়ে আনলে যদি কাজের পরিমাণ শূণ্য হয় তাহলে যে বল দ্বারা কাজ সম্পাদিত হয় তাকে সংরক্ষণশীল বল বলে । যেমনঃ অভিকর্ষ বল, তড়িৎ বল ,চৌম্বক বল ,স্প্রিং বল ইত্যাদি । 

4 months ago

কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি প্রয়োগকৃত বলের দিকের সাথে কোণ উৎপন্ন করে পরিমাণ সরণ ঘটে তবে কৃতকাজ

এখন কাজ শূন্য হবে যদি বল ও সরণ পরস্পর সমকোণে অবস্থান করে অর্থাৎ যদি হয় তবে 
। কৃতকাজ শূন্য হবে । তাই বলের দিক সরণের সাথে সমকোণে থাকলে কাজ শূন্য হয় । অতএব শূণ্য কাজ প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে । 

 

4 months ago

কোনো বস্তুর ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে । 

4 months ago

ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ঐ কণার উপর প্রযুক্ত বল হলে, ঐ অক্ষ সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক হলো । টর্ক একটি ভেক্টর রাশি । এর দিক হবে এর দিকে। একটি ডানহাতি স্ক্রুকে এর সমতলে লম্বভাবে স্থাপন করে থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রটি যে দিকে অগ্রসর হবে টর্কের দিক হবে সেদিকে । 

4 months ago