তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

একাদশ- দ্বাদশ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | NCTB BOOK

সাধারণত HTML 'ফাইলে  নামে একটি ট্যাগ ব্যবহৃত হয়। এটি একটি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ট্যাগ। এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্ট টি HTML 5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী রেন্ডার প্রদর্শন করে। এটি মূলত ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা জরুরি।

1 month ago

রূপান্তরের ডিভাইসটি হলো ডিকোডার। ডিকোডার এমন একটি লজিক সার্কিট, যা কোন কোড (Code)-কে ডিকোড (Decode) করতে পারে। ইহা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

2 months ago