SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Academy

১. ঘটনা : ১ শিহাব ১০ বছর যাবৎ বাহরাইনে কর্মরত । তিনি প্রতি মাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে প্রেরণ করেন। ঘটনা : ২ মিসেস ব্রাউনি বৃিটেনের নাগরিক । তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থায় কর্মরত । প্রতি মাসে তিনিও তাঁর দেশে টাকা পাঠান । ক. নিট জাতীয় আয় কাকে বলে? খ. আয় পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়? বুঝিয়ে লিখ । গ. শিহাবের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়, ব্যাখ্যা কর । ঘ. মিসেস ব্রাউনির আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও ।

Created: 1 year ago | Updated: 1 year ago

জাতীয় আয় ও এর পরিমাপ

একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। অর্থাৎ দেশটি কী উন্নত, উন্নয়নশীল, না অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায় । কোনো দেশের জাতীয় আয় কত, তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। এ অধ্যায়ে বাংলাদেশে জাতীয় আয় গণনার পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হবে।

Related Question

View More