Academy

Rb কে ক্ষার ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা কর।

Created: 11 months ago | Updated: 1 month ago

যে সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে অথবা পানিতে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে ক্ষারধাতু বলে। পর্যায় সারণীর গ্রুপ- ১ এর মৌলসমূহ কে ক্ষারধাতু বলা হয়। 

যেহেতু, Rb (রুবিডিয়াম) পর্যায় সারণীর গ্রুপ- ১ এর মৌল এবং এটি পানির সাথে বিক্রিয়া করে অথবা পানিতে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার রুবিডিয়াম হাইড্রোক্সাইড (RbOH) উৎপন্ন করে তাই Rb কে ক্ষারধাতু বলে। বিক্রিয়াটি নিম্নরূপঃ

  Rb + H2O  RbOH + H2   

1 month ago

রসায়ন

Please, contribute to add content.
Content

Related Question

View More

গবেষণা হলো জ্ঞানের মজুদ বাড়ানোর জন্য করা সৃজনশীল এবং পদ্ধতিগত কাজ। গবেষণায় একটি বিষয়কে বোঝার জন্য প্রমাণ সংগ্রহ, সংগঠন এবং বিশ্লেষণ করা হয়। এতে পক্ষপাত এবং ত্রুটির উৎস নিয়ন্ত্রণ করার প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়। গবেষণার মূল উদ্দেশ্য হলো বাস্তবিক কোনো সমস্যা... সমাধান করা।

8 months ago