Academy

লাল আলোকে গাছের সবুজ পাতা কেমন দেখাবে? বুঝিয়ে লিখ।

Created: 11 months ago | Updated: 9 months ago

লাল আলোতে গাছের পাতা কালো দেখাবে । 

যখন সবগুলো তরঙ্গদৈর্ঘের আলো একসাথে থাকে তখন সামগ্রিকভাবে আলো সাদা দেখায়। যখন কোনো কিছুতে সাদা আলো আপতিত হয় , আপতিত হওয়ার পর তখন বস্তুটি নিজের রং ছাড়া অন্য সকল রং শোষণ করে নেয় । কেবল নিজের রং কে প্রতিফলিত করে যা আমাদের চোখে পড়লে আমরা বস্তুটির রং বুঝতে পারি । সবুজ পাতায় আলো এসে পড়লে , সবুজ রং ছাড়া অন্য সকল আলো পাতা শোষণ করে নেবে এবং কেবল সবুজ তরংদৈর্ঘের আলোকে প্রতিফলিত করবে ফলে পাতাকে সবুজ দেখাবে। কিন্তু লাল আলো সবুজ পাতায় পড়লে সবুজ পাতা তার রং ছাড়া অন্য সব রং ( এক্ষেত্রে লাল রং ) শোষণ করে নেবে । পরবর্তীতে প্রতিফলনের জন্য আর কোনো আলো থাকবে না কেননা লাল আলোতে কেনল লাল তরঙ্গদৈর্ঘের আলোই বিদ্যমান । তাই অন্য কোনো রং প্রতিফলন করবে না যার দরুন লাল আলোতে সবুজ পাতা কালো দেখাবে । 

9 months ago

পদার্থবিজ্ঞান (পুরোনো সংস্করণ)

Please, contribute to add content.
Content

Related Question

View More

বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির ও গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, বস্তুর এই ধর্মই হলো জড়তা (Inertia) । Extra: নিউটনের প্রথম সূত্রে জড়তার ধারণা পাওয়া যায় । 

9 months ago

F = ma (Newton's 2nd Law ) 

ma = F

50kg*1m/s2 = 50N ( 50 কেজি ভরের কোনো বস্তু যদি 1m/s2 ত্বরণ প্রাপ্ত হয় তবে তার উপর 50N বল প্রয়োগ করা হয়েছে । ) 

or ,

1kg*50m/s^2=50N ( 1 কেজি ভরের কোনও বস্তুর যদি 50m/s2ত্বরণ হয় তবে বস্তুর উপর 50N... বল প্রয়োগ করা হয় / কাজ করে ) 

উপরের দুটো'র মধ্যে যেকোনো একটা দিলেই হবে । 

9 months ago