পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | | NCTB BOOK
62
62

পত্ররন্ধ্রীয় প্রস্বেদন পদ্ধতি (Mechanism of Stomatal Transpiration)

পত্ররন্ধ্রগুলো প্রস্বেদনের অতি প্রয়োজনীয় অংশ। এগুলো দিনের বেলায় উন্মুক্ত হয়, রাতে বন্ধ থাকে। পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলে।

মাটি থেকে মূলরোম দ্বারা শোষিত বিপুল পরিমাণ পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবনিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, আর অধিকাংশ পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। মাটি থেকে শোষিত পানি পাতার শিরা- উপশিরার মাধ্যমে প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমায় পৌঁছে। সেখানে সম্পৃক্ত (saturated)কোষ-সমূহের প্রাচীর থেকে পানি বাষ্পাকারে বের হয়। উক্ত বাষ্প আন্তঃকোষীয় অবকাশ এবং পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠে জমা হয়। দিনের বেলায় রক্ষীকোষের রসস্ফীতির ফলে পত্ররন্ধ্র খুলে যায় এবং বাইরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে আন্তঃকোষীয় অবকাশ ও পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠে সঞ্চিত বাষ্প ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পানি তরলাকারে নির্গমন
দিনের বেলায় খোলা থাকা
রক্ষী কোষ উপস্থিত থাকে
এপিথেলিয়াম নেই
সালোকসংশ্লেষণের সময় কার্বন-ডাই-অক্সাইড প্রবেশ ও অক্সিজেন নির্গিত করা
শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন-ডাই-অক্সাইড নির্গতকরণ
পত্রবন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে
রক্ষী কোষ খাদ্য প্রস্তুত করে ও পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে
অধিকাংশ পত্ররন্ধ্র সকাল 8-9 টায় আংশিক খোলা থাকে
অধিকাংশ পত্ররন্ধ্র সকাল 10-11 টায় আংশিক খোলা থাকে
অধিকাংশ পত্ররন্ধ্র বিকাল 2-3 টায় পূর্ণ খোলা থাকে
অধিকাংশ পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে
টিস্যু তৈরি
গ্যাসীয় বিনিময়
ক্যাম্বিয়াম তৈরি
কোষ বিভাজন
খাদ্য বিনিময়
তাপ বিনিময় করা
গ্যাস বিনিময় করা
পানি বিনিময় করা
লবণ বিনিময় করা
গাছের ত্বককে বাঁচানোর জন্য
গ্যাস বিনিময়ের জন্য
গাছের ত্বককে শক্ত করার জন্য
টিস্যু তৈরির জন্য
গাছের ত্বককে রক্ষা করার জন্য
গ্যাস বিনিময়ের জন্য
গাছের ত্বকের শক্ত করার জন্য
টিস্যু তৈরির জন্য
কাণ্ড ও পাতার কিউটিকল এর মাধ্যমে স্বল্প পরিমানে প্রস্বেদন সম্পদিত হতে পারে
মাইটোসিস ও মিয়োসিস এর একটি সাধারণ পার্থক্য হলো মাইটোসিসে দুটি ও মিয়োসিসে চারটি আপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়
প্রোটেপ্লজম থেকে নিঃসৃত সেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি জমা হয়ে একটি আদর্শ উদ্ভিদের কোষের সেকেন্ডারী কোষ প্রাচীর তৈরী হয়
শীর্ষস্থ ভাজক টিস্যুতে থাকলেও নিবেশিত ভাজক টিস্যুতে প্রোমেরিস্টেম থাকে না
Promotion