Summary
সেন্ট্রিওল: সেন্ট্রিওল হলো প্রাণীকোষ ও কিছু উদ্ভিদকোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু, যা নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এটি ৯টি গুচ্ছ প্রান্তীয় অণুনালিকা দিয়ে গঠিত ছোট নলের আকারে থাকে। বিজ্ঞানী ভেন বেনডেন ১৮৮৭ সালে প্রথম সেন্ট্রিওল শনাক্ত করেন এবং থিওডোর বোভেরী ১৮৮৮ সালে এর বিশদ বিবরণ দেন।
অবস্থান: সেন্ট্রিওল শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ও জিমনোস্পার্মসহ অনেক ধরনের উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণীতে পাওয়া যায়, তবে প্রোক্যারিওটিক কোষ, ডায়াটম, ঈস্ট ও অ্যানজিওস্পার্মে এটি দেখা যায় না। সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি এটি একজোড়া অবস্থান করে।
গঠন: সেন্ট্রিওল নলাকার, যার ব্যাস ০.২৫ μm এবং দৈর্ঘ্য ৩.৭ μm। এটি দেখতে বেলনাকার এবং এর গঠন প্রধানত প্রাচীর, ত্রয়ী অণুনালিকা, এবং যোজক নিয়ে গঠিত। সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়।
কর্ম:
- কোষ বিভাজিতের সময় মাকুতন্তু গঠন করাতে সাহায্য করা।
- সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করা।
- শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করা।
সেন্ট্রিওলঃপ্রাণীকোষ ও কিছু উদ্ভিদকোষে যে অঙ্গাণু স্বপ্রজননক্ষম, নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং একটি গহ্বরকে ঘিরে ৯টি গুচ্ছ প্রান্তীয় অণুনালিকা নির্মিত খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিওল বলে। বিজ্ঞানী ভেন বেনডেন (Van Benden) ১৮৮৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেন্ট্রিওল শনাক্ত করেন এবং ১৮৮৮ খ্রিস্টাব্দে জার্মান জীববিজ্ঞানী থিওডোর বোভেরী (Theodor Bovery) এর বিশদ বিবরণ দেন।
সেন্ট্রিওলের অবস্থানঃশৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম অনেক ধরনের উদ্ভিদে এবং অধিকাংশ প্রাণীতে সেন্ট্রিওল পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষ, ডায়াটম, ঈস্ট ও অ্যানজিওস্পার্মে এটি দেখা যায় না। সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি এটি অবস্থান করে। সংখ্যায় একজোড়া।
সেন্ট্রিওলের গঠনঃ
সেন্ট্রিওল নলাকার, প্রায় ০.২৫ মাইক্রোমিটার (μm)
ব্যাস সম্পন্ন ও ৩.৭ মাইক্রোমিটার (μm) লম্বা। এরা দেখতে বেলনাকার, দুমুখ খোলা পিপার মতো। প্রত্যেক সেন্ট্রিওল প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, যথা– প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অণুনালিকা বা ট্রিপলেটস এবং যোজক বা লিংকার।সেন্ট্রিওল প্রাচীর ৯টি ত্রয়ী অণুনালিকা দিয়ে গঠিত। প্রত্যেক অণুনালিকা সমান দূরত্বে অবস্থিত এবং তিনটি করে উপনালিকা নিয়ে গঠিত। পরস্পর সংলগ্ন তিনটি উপনালিকাকে যথাক্রমে A, B, এবং C নামে চিহ্নিত করা হয়। উপনালিকাগুলো পার্শ্ববর্তী অণুনালিকার সঙ্গে এক ধরনের ঘন তন্তুর সাহায্যে যুক্ত থাকে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড ও ATP নিয়ে গঠিত।
সেন্ট্রিওলের কাজঃ
*সেন্ট্রিওলের প্রধান কাজ কোষ বিভাজনকালে মাকুতন্তু গঠন করা এবং ক্রোমোজমের প্রান্তীয় গমনে সাহায্য করা।
*সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করাও এর কাজ।
*শুক্রাণুর লেজ গঠন করতেও এটি সাহায্য করে।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more