বাংলা

All Written Question - (1883)

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম হল:

1. **অপ্রত্যক্ষ হিসেবে ও নৈমিত্তিক হিসেবে 'অ' এর সংযোজন:** যেমন - আমরা, আকাশ, অলস।

2. **সংযুক্ত 'র' এর ব্যবহার:** যেমন - চড়, আরও, শতর্চা।

3. **সংযুক্ত 'র' এর বিপরীতে বা পরে 'ড়' বা 'র্' ব্যবহার:** যেমন - কড়া, খড়গ, ব্রত, শার্ট।

4. **অলকিত হওয়া স্বর:** যেমন - আধুনিক, বড়লোক, পড়াশোনা।

5. **যোগবাচ্য হওয়া শব্দ:** যেমন - রবির আগমন, জানালা খোলা, সেই নড়বে।

উদাহরণসহ অনুমোদিত নিম্নলিখিত উদাহরণ:

1. আমরা (অপ্রত্যক্ষ হিসেবে 'অ' সংযোজন)
2. চড় (সংযুক্ত 'র' ব্যবহার)
3. কড়া (সংযুক্ত 'র' এর বিপরীতে 'ড়' ব্যবহার)
4. আধুনিক (অলকিত হওয়া স্বর)
5. রবির আগমন (যোগবাচ্য হওয়া শব্দ)

এই নিয়মগুলি অনুসরণ করে লেখা হওয়া বাংলা বানান প্রমিত হিসেবে গন্য হয়।

3 months ago

বিশেষণ পদ: যুগান্তকারী, প্রমত্তা, অভাবনীয়, দুর্বিষহ, নতুন, দুটি সুদৃঢ়, জাগ্রত।

 পদ্মাসেতু আর মেট্রোরেল বাংলাদেশের দুটি যুগান্তকারী সাফল্য। প্রমত্তা পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মাসেতু। পক্ষান্তরে মেট্রোরেল ঢাকা মহানগরীর দুর্বিষহ যানজট নিরসনে নতুন সংযোজন । গৌরবময় এই দুটি সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাসে জাগ্রত করেছে।  

7 months ago

অর্থহীন অথচ অর্থদ্যোতক যেসব অব্যয় নাম শব্দ বা কৃদন্ত শব্দের আগে বসে শব্দগুলোর অর্থ সংকোচন, প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে থাকে, তাদের বাংলায় উপসর্গ বলে। যেমন : আগমন, পরিদর্শন, উপবন ইত্যাদি।

উপসর্গের কোন অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে মাত্র। এগুলো নাম শব্দ বা কৃদন্ত শব্দের সঙ্গে যুক্ত না হয়ে যদি স্বাধীনভাবে থাকে, তাহলে এদের কোনো অর্থ হয় না। আর যদি নাম শব্দ বা কৃদন্ত শব্দ কোনো একটির সঙ্গে যুক্ত হয়, তবেই এগুলো আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থদ্যোতকতা সৃষ্টি করতে পারে। যেমন : বি + হার = বিহার, আ + হার = আহার, উপ + হার = উপহার ইত্যাদি।

তবে বাংলায় 'অতি' ও 'প্রতি' এ দুটো উপসর্গ কখনো কখনো স্বাধীনভাবেও প্রয়োগ হতে পারে। যেমন : অতি লোভে তাঁতি নষ্ট, মাথাপ্রতি এক টাকা করে দাও ইত্যাদি।

3 months ago

বিচিত্র / বৈচিত্র্যময়, তাঁর, শ্রেষ্ঠ, অশ্রুতে/ চোখের জলে, তাঁর বিচিত্রভাবে, সব শিশুই / শিশুরা, শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিচিত্র / বৈচিত্র্যময়তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি যেমন 'বিদ্রোহী' কবিতা, তেমনি অশ্রুতে/ চোখের জলে ভেজা অনেক বিরহের গানও তিনি লিখেছেন। তাঁর সৃষ্টিকর্ম বাংলা ভাষাকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে। সব শিশুই / শিশুরা নজরুলের কবিতা ভালোবাসে। কবির প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি । 

7 months ago

গাছ আমাদের বন্ধু। এটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এটি আমাদের ছায়া প্রদান করে, খাদ্য, জ্বালানি, ঔষুধ ও অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে।গাছ আমাদের মূল্যবান সম্পদ। বৃক্ষায়ন কার্যক্রমকে সফল করা খুবই প্রয়োজনীয় হয়ে ওঠেছে।

7 months ago