Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

All MCQ Questions

Total ( 381178 )

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (নতুন সংস্করণ)

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জনাব রবিউল ইসলাম ও জনাব ইসমাইল হোসেন একে অপরের অন্তরঙ্গ বন্ধু। তারা উভয়ই খুব ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি। একদল স্বার্থান্বেষী লোক নিজেদের হীন স্বার্থে তাদের মধ্যে বিরোধ লাগিয়ে দেয়। কিন্তু তারা চক্রান্তের বিষয়টি বুঝতে পেরে সমঝোতা করে বিরোধ মিটিয়ে নেয়।

উষ্ট্রের যুদ্ধ
সিফফিনের যুদ্ধ
নাহারাওয়ানের যুদ্ধ
খায়বারের যুদ্ধ
নিজের নেতৃত্ব ধরে রাখা
উসমান (রা.)-এর হত্যাকাণ্ডের বিচার ব্যাহত করা
বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ বাধিয়ে দেওয়া
হযরত আলী (রা.)-কে খিলাফতে বসানো

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

পৌরসভা নির্বাচনে খলিফা সাহেব জয়ী হন এবং শান্তিপূর্ণভাবে শাসনকাজ পরিচালনা করতে থাকেন। কিন্তু পৌরসভার কয়েকটি মহল্লার কিছু উচ্ছৃঙ্খল যুবক পৌর মেয়রের নিকট কিছু অযৌক্তিক দাবি করে। এতে উক্ত যুবকেরা ব্যর্থ হয়ে মেয়র সাহেবকে হত্যা করে। নতুন মেয়র নির্বাচিত হলে তার নিকট কিছু লোক পূর্বের মেয়রের হত্যার বিচারের দাবি করলে নতুন করে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়; যা আরও একটি রক্তপাতের ঘটনা ঘটায়।

উষ্ট্রের যুদ্ধ
জসরের যুদ্ধ
সিফফিনের যুদ্ধ
নিহাওয়ান্দের যুদ্ধ

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য খলিফা সোলায়মান তার শাসন এলাকাকে প্রদেশ ও জেলায় বিভক্ত করেন। তিনি ভূমি জরিপ ও আদমশুমারির ব্যবস্থা করেন। পরামর্শসভা তাঁর শাসনের উল্লেখযোগ্য বিষয়। তিনি ছিলেন ন্যায় ও কল্যাণের পৃষ্ঠপোষক।

খেলাফতে রাশেদার শাসনের প্রতিফলন
গণতন্ত্রের প্রতিফলন
ইসলামি রাষ্ট্রের শাসনব্যবস্থার প্রতিফলন
উমর (রা.)-এর শাসন সংস্কারের প্রতিফলন

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

দুর্নীতিবিরোধী আন্দোলনে ভারতের আন্না হাজারে একাই সরকারের ভিত কাঁপিয়ে তোলেন। সরকার তাঁকে রাজধানী দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী প্রদেশে অবস্থানে বাধ্য করলেও জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেয়।

আবুজর আল গিফারি (রা.)
আবদুল্লা ইবনে জুবাইর (রা.)
আবদুল্লাহ ইবনে উমর (রা.)
মুহম্মদ ইবনে আবু বকর (রা.)

নিচের অনুচ্ছেদটি পড় প্রশ্নের উত্তর দাও :

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণ প্রতিরোধের জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার ও তাঁদের অধীনে সেনাদল নিযুক্ত করে দুর্বার আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হয়।

আজনাদাইনের যুদ্ধ
বুজাখার যুদ্ধ
রিদ্দা যুদ্ধ
কাদেসিয়ার যুদ্ধ

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

মনির সাহেবের শাসনামলে দারুল আমিতো প্রতিষ্ঠা  করা হয়। তার সময় বিচারকের উচ্চ বেতন প্রদান করা হতো।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

দলের সংকটময় মুহূর্তে সাকিব দলনেতা নির্বাচিত হয়ে দলে শৃঙ্খলা আনার লক্ষ্যে পূর্বনির্বাচিত কমিটি প্রধানকে পদত্যাগ করতে বলেন। অনেকে তার আহ্বানে সাড়া দিলেও কেউ কেউ এর বিরোধিতা করেন। 

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

রাজা নাফিস একজন ভৃত্যসহকারে উটের পৃষ্ঠে চড়ে তার সেনাপতি কর্তৃক অবরুদ্ধ শহরের দিকে রওয়ানা হন। পালাক্রমে তিনি ও তাঁর ভৃত্য উটের পৃষ্ঠে চড়ে শহরে উপস্থিত হলেন, শহরে প্রবেশকালে তখন রাজা উটের রশি টানছিলেন আর ভৃত্য উটের পৃষ্ঠে বসা। 

জেরুজালেম অধিকার
খ্রিষ্টান ও মুসলমানদের যুদ্ধ বিরতি
জেরুজালেমের নিরাপত্তা
খ্রিষ্টান ও মুসলমানদের সন্ধি চুক্তি

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

একদিন রাষ্ট্র থেকে প্রজাদের কাপড় দেওয়া হলো। কাপড়ে কারও একটি পুরো জামা হয়নি। কিন্তু খলিফা ওমরের গায়ে সে কাপড়ের তৈরি একটি জামা দেখে একজন মুসল্লি এ ব্যাপারে জানতে চান। খলিফার হয়ে জবাব দেন তার পুত্র।

খলিফার ন্যায়পরায়ণতা
খলিফার জবাবদিহিতা
খলিফার শ্রেষ্ঠত্ব
সাম্রাজ্যবাদী

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

জীবন নগরের চেয়ারম্যান আলম সাহেব গভীর রাতে এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখতে বের হন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। তিনি তার কাজের জন্য কোনো বেতনভাতা নেন না।

খলিফা হযরত আবু বকর (রা.)-এর
খলিফা হযরত উমর (রা.)-এর
খলিফা হযরত উসমান (রা.)-এর
খলিফা হযরত আলী (রা.)-এর