Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

All MCQ Questions

Total ( 382021 )

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (নতুন সংস্করণ)

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

উদী আমলের তৃতীয় শাসাঘবের জন্য স্বীয় ধন সনদত্তার দেশের মুসলমানদের দুঃখ-দুর্দশা লাঘবেরায় জলেীয় প্রত্য সম্পত্তি ইসলামের মুসহায় উৎসর্গ করেন। তিনি পানীয় জলের অভাব দূর করার জন্য কূপ খননের ব্যবস্থা করেন।

৬৫৬ খ্রিস্টাব্দে
৬৫৭ খ্রিস্টাব্দে
৬৫৮ খ্রিস্টাব্দে
৬৫৯ খ্রিস্টাব্দে

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব তাজুল সাহেব একজন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান। তার কল্যাণমুখী শাসনের জন্য জনগণ তাকে খুব ভালোবাসে। ইউদি সদস্যদের সাথে তার সম্পর্ক চমৎকার। তিনি সকলের সাথে পরামর্শ করে কাজ করেন। তিনি বলেন যে, পরামর্শের মাধ্যমে গৃহীত সিন্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

বিদ্যানগর ইউনিয়নের জনগণ ইউপি চেয়ারম্যান অফিস ঘেরাও করে। তাদের দাবি তারা অসচ্ছল। তাই জমির খাজনা দেবে না। তহশিলদার তাদেরকে নানাভাবে খাজনার গুরুত্ব ব্যাখ্যা করে তা প্রদানের অনুরোধ জানান। কিন্তু তারপরও বিশৃঙ্খলা করতে থাকায় পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা নিয়মিত খাজনা প্রদান করে। 

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

পৌরসভা নির্বাচনে রাজিব সাহেব জয়ী হন এবং শান্তিপূর্ণভাবে শাসনকাজ পরিচালনা করতে থাকেন। কিন্তু পৌরসভার কয়েকটি মহল্লার কিছু উচ্ছৃঙ্খল যুবক পৌর মেয়রের নিকট কিছু অযৌক্তিক দাবি করে। এতে উক্ত যুবকেরা ব্যর্থ হয়ে মেয়র সাহেবকে হত্যা করে। নতুন মেয়র নির্বাচিত হলে তার নিকট কিছু লোক পূর্বের মেয়রের হত্যার বিচার দাবি করে। তাৎক্ষণিকভাবে নতুন মেয়রের পক্ষে হত্যার বিচার করা সম্ভব ছিল না, কারণ উক্ত হত্যাকান্ড এককভাবে সংঘটিত হয়নি। এ প্রেক্ষাপটে পৌরসভার জনগণ দুটি দলে বিভক্ত হয়ে যায় এবং তারা পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে

উষ্ট্রের যুদ্ধ
জসরের যুদ্ধ
সিফফিনের যুদ্ধ
নিহাওয়ান্দের যুদ্ধ

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

জনাব কৎসা আন্তরিকতার সাথে কাজ চলি। দায়িত্ব পাওয়ার পর থেকে যথেষ্ট সাথে চালিয়ে যান। তিনি তার আসনের সব মানুষের সুখে-দুঃখে নিবেদিত প্রাণ। তা সত্ত্বেও তার বিরুদ্ধে। স্বজনপ্রীতির অভিযোগ তুলে।  

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

(সা.)-এর ইন্তিকালের পর মুসলমানদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে, যদি আল্লাহ তাআলা হযরত আবু বকর (রা.)-এর মাধ্যমে আমাদের ওপর করুণা না করতেন তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম।

হযরত ইবনে মাসউদ (রা.)-এর পরিবারবর্গ
মুসলমানদেরকে
সাহাবিগণকে
খলিফাগণকে
রিন্দার যুদ্ধে জয়লাভ
ইসলামি শাসন বা খিলাফত সুসংহতকরণ
জাকাত আদায়ে কৃতিত্ব
ইরাক বিজয়

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

তখন নির্বাচন পদ্ধতি ছিল দুটি। একটি হল সরাসরি নির্বাচন। দ্বিতীয় হল নির্বাচকমণ্ডলী কর্তৃক মনোনয়ন দান। উচ্চ মর্যাদাসম্পন্ন, শিক্ষিত, ন্যায়বান, আদর্শবান কয়েকজন ব্যক্তিকে নিয়ে খলিফাগণ মৃত্যুর পূর্বে একটি নির্বাচকমণ্ডলী গঠন করতেন। খলিফার মৃত্যুর পর তাঁরা পরবর্তী যোগ্য লোকদের মধ্য হতে খলিফা নির্বাচন করতেন।

হ্যাঁ-না ভোটের মাধ্যমে
অভিজাত শ্রেণির লোকদের সমর্থনে
জনগণের সরাসরি সমর্থনে
জোরপূর্বক

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবি দাবি করার পর বিভিন্ন দেশে। ড্ড আখ্যা দিয়ে কাদিয়ানীদের সব কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করে।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

'ক' আমলের প্রথম শাসক যুবায়ের ক্ষমতায় আরোহণের পর খাজনাবিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের আন্দোলন দানা বেঁধে ওঠে। তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবিলা করেন।

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

মহানবি (সা.)-এর প্রতি আবু বকর সিদ্দিক (রা.)-এর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন তখন আবু বকর (রা.) নির্দ্বিধায় তা বিশ্বাস করলেন। এজন্য মহানবি (সা.) তাঁকে উপাধি দিলেন সিদ্দিক বা বিশ্বাসী।

আল্লাহ ও রাসুল (রা.)-এর প্রতি অগাধ বিশ্বাস রাখব
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করব না
নিজের স্বার্থে অটল থাকব
কোনোটিই নয়