Blog

1 year ago
0
762

বাংলা বাননের নিয়ম ঈ কার এর ব্যাবহার

১/ ইয় প্রত্যয় শব্দে ঈ কার হয়
 => জাতীয়,কেন্দ্রীয়, আত্মীয়, দলীয়,বর্ষীয়
ব্যতিক্রমঃ ইন্দ্রিয়, সক্রিয়,ক্ষত্রিয়

২/ ব্যক্তির কারী,চারী তে ঈ কার হয়
 কর্মচারী, আবেদনকারী,সহকারী,ছিনতাইকারী,
-> অন্য কারিতে ই কার হয়
তরকারি, সরকারি, দরকাি

৩/ শব্দের শেষে সভা,তা নী হলে শেষে ঈ হয়
=>মন্ত্রীসভা, সঙ্গিনী,

৪/ সংস্কৃত স্ত্রী বাচক শব্দে ঈ কার হয়
এবং ইনী, ঈ, ঈয়সী,নী, বতী, মতী, ময়ী থাকলেও ঈ কার হয়
=> সিংহী,সুন্দরী,কুমারী,সতী,দেবী,পাত্রী,ছাত্রী
 নারী, জননী,রূপবতী, প্রেয়সী, মৃণ্ময়ী

৫/তৎসম শব্দ বিশেষন হলে ঈ কার হয়
=> উপকারী,আগামী, জয়ী,আইনজীবী

৬/যে কোনো শব্দে ঈয় প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ-এ রূপ নিলে তখনও ঈ-কার হবে।
=> নাটক+ঈয়= নাটকীয়, মানব+ঈয়= মানবীয়,
ধর্ম+ঈয়= ধর্মীয়, রোবট+ঈয়= রোবটীয়,
আচরণ+ঈয়= আচরণীয়, নিন্দন+ঈয়= নিন্দনীয়।

৭/ কি দিয়ে প্রশ্ন করলে বা বিস্ময় প্রকাশ পলে  ঈ কার  যেমব - কী খাবে? 
 কি দিয়ে প্রশ্ন হলে হ্যা,না উত্তর হলে ই কার
এটা কি খাবে?

৮/ ঈ-কারান্ত বিশেষণবাচক পদের শেষে ত্ব, তা,নী ও ত্ব প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির শেষ ঈ কার ই কার হয়ে যায়
উপকারী+তা = উপকারিতা
প্রতিযোগী+তা = প্রতিযোগিতা
কৃতী+ত্ব = কৃতিত্ব, মালী+নী= মালিনী
দায়ী+ত্ব = দায়িত্ব, সঙ্গী+নী= সঙ্গিনী
মন্ত্রী+ত্ব = মন্ত্রিত্ব
ব্যাতিক্রম - সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব

৯/ব্যক্তি অধিকারী বুঝালে ঈ কার হয়
জ্ঞানী,রোগী, অভিমানী, মেধাবী, মায়াবী, স্বামী,প্রতিবাদী, হত্যাকারী,গুনী,প্রাণী

১০/ জীবী / বাহী শব্দে ঈ কার হয়
শ্রমজীবী, পেশাজীবী, নির্বাহী,  পরিবাহী


# ণ ষ ঋ কার র ফলা ব ফলা যুক্ত শব্দগুলো তৎসম হয়। 

1 762