Description (Added)

সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে।

১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা),

২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)।

ভৌগোলিক তথ্য ব্যবস্থা-র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় ।

জিআইএস (Geographical Information System)এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সম্ভরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা করে থাকে। এই জিআইএস-এর ব্যবহার শুরু হয়েছে বেশি দিন হয়নি।

 

(-)গ্লাডউইন জেব২৪ অক্টোবর, ১৯৪৫২ ফেব্রুয়ারি, ১৯৪৬ যুক্তরাজ্য
টৃগভে হাভডেন লিফেব্রুয়ারি ২, ১৯৪৬নভেম্বর ১০, ১৯৫২ নরওয়ে
দ্যাগ হ্যামারশোল্ডএপ্রিল ১০, ১৯৫৩সেপ্টেম্বর ১৮, ১৯৬১ সুইডেন
ইউ থান্টনভেম্বর ৩০, ১৯৬১ডিসেম্বর ৩১, ১৯৭১ মায়ানমার
কার্ট ওয়াল্ডহেইমজানুয়ারি ১, ১৯৭২ডিসেম্বর ৩১, ১৯৮১ অস্ট্রিয়া
হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ারজানুয়ারি ১, ১৯৮২ডিসেম্বর ৩১, ১৯৯১ পেরু
বুত্রোস বুত্রোস গালিজানুয়ারি ১, ১৯৯২ডিসেম্বর ৩১, ১৯৯৬ মিশর
কফি আনানজানুয়ারি ১, ১৯৯৭ডিসেম্বর ৩১, ২০০৬ ঘানা
বান কি মুনজানুয়ারি ১, ২০০৭ডিসেম্বর ৩১, ২০১৬ দক্ষিণ কোরিয়া
আন্তোনিও গুতেরেসজানুয়ারি ১, ২০১৭বর্তমান পর্তুগাল

রজক /বিশেষ্য পদ/ ধোপা, রঙকারক। /বিশেষ্য পদ/ স্ত্রীলিঙ্গ. রজকী, রজকিনী।

পৃথিবী, পৃথ্বী, ভূ, ভূমন্ডল, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরণী, বসুমতী, বসুন্ধরা, বসুধা, ক্ষিতি, জগৎ, মহৎ। 

আরও 100 টি পারিভাষিক রূপ

1. Abeyance- স্থগিতাবস্থা

2. Abolition- বিলোপ

3. Abortive Coup- ব্যর্থ অভ্যুত্থান

4. Abrogation- রদ, নিরাকরণ

5. Absconder-  ফেরারি, পলাতক

6. Abstract- সার, বিমূর্ত

7. Accountancy- হিসাববিদ্যা

8. Accounting- হিসাবরক্ষণ

9. Acting- ভারপ্রাপ্ত

10. Accused- অভিযুক্ত

11. Acknowledgement- প্রাপ্তিস্বীকার

12. Act- আইন

13. Addendum- পরিশিষ্ট, সংযোজন

14. Adjournment- মুলতবি

15. Ad-hoc - তদর্থক

16. Adjustment- সমন্বয়ন

17. Aeronautics- বিমানবিদ্যা

18. Aesthetics- নন্দনতত্ত্ব

19. Affidavit- হলফনামা

20. Affiliation-সম্বন্ধীকরণ

21. Agenda- আলোচ্যসূচি

22. Aggregate- সমষ্টি

23. Agitation- আন্দোলন

24. Agreement-চুক্তি

25. Agronomy- কৃষিবিদ্যা

26. Aid- সাহায্য

27. Aircraft- বিমান

28. Airways- বিমানপথ

29. Alien- বিদেশি, বহিরাগত

30. Allegation- অভিযোগ

31. Allegiance- আনুগত্য

32. Allocation- বিভাজন

33. Allotment- বরাদ্দ

34. Allowance- ভাতা

35. Almanac- পঞ্জিকা

36. Alliance-মৈত্রীজোট

37. Alternate- একান্তর

38. Amalgamation- সংমিশ্রণ, সংযোজন

39. Ambassador- রাষ্ট্রদূত

40. Appropriation- উপযোজন

41. Approval- অনুমোদন

42. Arbiter- মধ্যস্থ, সালিস

43. Archaeology- প্রত্নতত্ত্ব

44. Armoury- অস্ত্রাগার

45. Arsenal- অস্ত্রাগার

46. Auditor- নিরীক্ষক

47. Authority- কর্তৃত্ব, কর্তৃপক্ষ

48. Authentic- প্রামাণিক, যথাযথ

49. Ambiguous- দ্ব্যর্থক, অস্পষ্ট

50. Analysis- বিশ্লেষণ

51. Ancestor- পূর্বপুরুষ

52. Animal husbandry- পশুপালন

53. Annexation- সংযোজন

54. Anonymous- বেনামি, অজ্ঞাতনামা

55. Anthropology- নৃতত্ত্ব

56. Anti-Corruption- দুর্নীতি দমন

57. Antonym- বিপরীত শব্দ

58. Apartheid- বর্ণবৈষম্য

59. Apology- ত্রুটি স্বীকার

60. Appendix- পরিশিষ্ট

61. Appointment- নিয়োগ

62. Apprentice- শিক্ষানবিশ

63. Arrear- বকেয়া

64. Article- অনুচ্ছেদ, প্রবন্ধ

65. Assassination- গুপ্তহত্যা

66. Assembly- পরিষদ

67. Assessment- নির্ধারণ, কর নির্ধারণ

68. Asylum- আশ্রয়

69. Attachment- ক্রোক

70. Attestation- সত্যায়ন

71. Auction- নিলাম

72. Award- রায়, রোয়েদাদ

73. Autograph- স্বাক্ষর, স্বলেখন

74. Astronomy- জ্যোতির্বিদ্যা

75. Audience- শ্রোতৃমণ্ডলী

76. Annexure- ক্রোড়পত্র

77. Autonomous- স্বায়ত্তশাসিত, স্বশাসিত

78. Author- লেখক, গ্রন্থকার

79. Airconditioned- শীতাতপ নিয়ন্ত্রিত

80. Backdoor- পশ্চাত্দ্বার

81. Background- পটভূমি

82. Bacteria- জীবাণু

83. Badge- তকমা

84. Bail- জামিন

85. Balance- বাকি, উদ্বৃত্ত, ভারসাম্য

86. Balanced diet- সুষম খাদ্য

87. Bale- গাঁট

88. Ballistic missile- ক্ষেপণাস্ত্র

89. Ballot-গোপন ভোট

90. Banishment- নির্বাসন

91. Bank rate- ব্যাংক হার

92. Bankrupt- দেউলিয়া

93. Banned- নিষিদ্ধ

94. Bank discount- ব্যাংক বাট্টা

95. Banquet- ভোজসভা

96. Barrage- বাঁধ

97. Barter- বিনিময়

98. Bond- প্রতিজ্ঞাপত্র, মুচলেকা

99. Bye-product- উপজাত

100. Balance sheet- স্থিতিপত্র।

১. কাঁটা দিয়ে কাঁটা তোলা ।

= Using a thorn to remove a thorn.

২. কাটা ঘায়ে নুনের ছিটে ।

= To add insult to injury.

৩. কানা গরুর ভিন্ন পথ ।

= The fool strays from the safe path.

৪. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।

= One’s harvest month, is another’s complete devastation.

৫. বিপদ কখনও একা আসে না।

= Misfortune never comes alone.

৬. আয়ের অধিক ব্যয় করো না।

= Do not live above your means.

৭. কিনতে পাগল বেচতে ছাগল

= Necessity never makes a bargain.

৮. কুকুরের পেটে ঘি মজে না।

= Habit is the second nature.

৯. কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস

= It is hard to sit at Rome and strike with the Pope.

১০. ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।

= Constant dripping wears out the stone.

'ক্রলিং পেগ' হলো কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এটি অনেকটা নিয়ন্ত্রিত নীতিরই অনুকরণ। এ নীতির মৌলিকত্ব হলো কোনো মুদ্রার বিনিময় হারকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামার অনুমতি দেয়া।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ — 

১১ ক্যাটাগরীতে ১৬ জন ব্যাক্তি।

১. কবিতায়  শামীম আজাদ,

২. কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী,

৩. প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন,

৪. অনুবাদে সালেহা চৌধুরী,

৫. নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক,

৬. শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী,

৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ,

৮. বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান,

৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক,

১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/মক্তগদ্যে ইসহাক খান,

১১. ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।

0.012=11002=110000=0.0001