সাধারণ জ্ঞান

All Written Question - (6706)

জীবের তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। ১. অ্যামাইটোসিস ২. মাইটোসিস ও ৩. মিয়োসিস

10 months ago

যখন একটি পুষ্পমঞ্জুরির সবগুলো ফুল মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। দুটি যৌগিক ফলের উদাহরণ হলো ১. আনারস, ২. কাঁঠাল ।

10 months ago

পদার্থের ভিতরের মোট পরিমাণকেই সেই পদার্থের ভর বলা হয়। একে m দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে পদার্থের ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলকে পদার্থের ওজন বলা হয়। একে W দ্বারা প্রকাশ করা হয়।

10 months ago

এসিড ও ক্ষারকের মূল পার্থক্য হলো pH এর মান। pH মান বৃদ্ধি পেলে ক্ষার ধর্ম বৃদ্ধি পায় আবার pH হ্রাস পেলে এসিক ধর্ম বৃদ্ধি পায়।

10 months ago

রেটিনা হলো চক্ষু লেন্সের পেছনের দিকে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্টে গোলাপী রঙের ইষদচ্ছ সংবেদনশীল স্তর 

10 months ago

কবিনসন ক্রশো ইংল্যান্ডের অধিবাসী ছিলেন। ডেনিয়েল ডিপো কর্তৃক রচিত 'রবিনসন ক্রশো' উপন্যাসের প্রধান চরিত্র হলো ক্রশো।

10 months ago

গোলাপী বিপ্লব জর্জিয়ায় ২০০৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়।

10 months ago

উরুগুয়ের প্রধান সমুদ্রবন্দর মন্টিভিডিও সমুদ্রবন্দর এবং ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর হাইফা সমুদ্রবন্দর।

10 months ago

FIFA (Federation of International Football Association) গঠিত হয় ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।

10 months ago

দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে দেশের বাইরে বা সম্পত্তি পাচার কিংবা বিদেশে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রয়েছে এবং তা আনয়নের যোগ্য অথচ আনয়ন থেকে বিরত রাখা হচ্ছে এমন অবৈধ কমান্ড হ্রাস করার জন্য যে আইন রয়েছে তাই মানি লন্ডারিং প্রিডেনশন আইন।

10 months ago

দালাইলামাকে বলা হয় তিব্বতের আধ্যাত্মিক প্রধান। বর্তমান চতুর্দশ দালাইলামার প্রকৃত নাম হলো তেনজিন গিয়াসু।

10 months ago

আমাজান নদী হলো পৃথিবীর সর্ববৃহৎ নদী। এর উৎপত্তিস্থল আন্দিজ পর্বতমালা এবং পতিতস্থল আটলান্টিক মহাসাগর।

10 months ago