সাধারণ জ্ঞান

All Written Question - (6706)

এটম অর্থ পরমাণু। যে সকল পরমাণু বা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটোপ বলে।

10 months ago

চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইড চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম দ্রবণীয় কার্বনেট তৈরি হয়। ফলে চুনের পানি ঘোলা হয়। আর অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড চালনা করলে দ্রবণীয় ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি হয়। ফলে ঘোলাটে ভাব দূর হয় । 

10 months ago

প্রেসার কুকার রান্না বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়। প্রেসার কুকারে পানির স্ফুটনাংক বৃদ্ধি পায় (120°C) পর্যন্ত। ফলে স্বাভাবিক অবস্থার চেয়ে 20°C তাপ বেশি পাওয়া যায়।

10 months ago

মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে

হাইড্রোক্লোরিক এসিড: হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে।

10 months ago

বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে। পৃথিবী থেকে প্রায় ২৫০ ি উপরে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে ৮ কিলোমিটার/সেকেন্ড।

10 months ago

আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতত্ত্ব এর গতিপথ পরিবর্তিত হয়। আলোকরশ্মিব এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। যেমন: পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়।

10 months ago

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের তীরে অবস্থিত একটি শহর।

10 months ago

বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন।

10 months ago

১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন। তখন বাংলার রাজধানী "নদীয়া” তে ছিল 

10 months ago

সম্রাট আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো এবং সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক।

10 months ago

বাংলাদেশের জাতীয় পতাকা দিবস ২ মার্চ। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।

10 months ago

১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। ১৯৮৮ সালে দুটি অপারেশন অংশগ্রহণ করেঃ UNIIMOG (ইরাক) ও UNTAG (নামিবিয়া)।

10 months ago

ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয় এমন ১০টি দেশ হলো - ১. মায়ানমার, ২. মিশর, ৩. জর্ডান ৪. বাহরাইন, ৫. ইরাক, ৬. সুদান, ৭. সংযুক্ত আরব আমিরাত, ৮. কাতার, ৯. কুয়েত ও ১০. যুক্তরাষ্ট্র।

10 months ago

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য (আগস্ট ২০১৪ থেকে ফেব্রুয়ার ২০১৫) ছিলেন। (প্রশ্নে উপাচার্যের পরিবর্তে আচার্য হবে)।

10 months ago

উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

10 months ago