Job

অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের ৪টি কাজ লিখুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফট্ওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং সিডিউলিং, ডিবাগিং, ইনপুট, আউটপুট কন্ট্রোল, একাউন্টিং, কম্পাইলেশন, স্টোরেজ, অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমের এবং আনুষঙ্গিক কাজ করে থাকে। 

অপারেটিং সিস্টেমের চারটি কাজ হলো: 

১) অপারেটিং সিস্টেম ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে। । 

২) ডিস্কে লিখতে এবং ডিস্ক হতে পড়তে সহায়তা করে। 

৩) নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা প্রদান করে। 

৪) অপারেটিং সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম বাস্তবায়নে সহায়তা প্রদান করে ।

1 year ago

কম্পিউটার শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion