ইমারতের দরজা-জানালা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

কতগুলো কম বা কক্ষ দিয়ে একটি ইমারত তৈরি করা হয়। রুমে প্রবেশ করা ও থাকা, আসবাবপত্র ভিতরে রাখা বা বের করা ইত্যাদি কাজের জন্য রুমের দেয়ালে কিছু অংশ ফাঁকা রাখা হয়। আবার প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখার জন্য এই ফাকা অংশ প্রয়োজনে বন্ধ বা খোলা রাখার ব্যবস্থা করা হয়, একেই দরজা বলে । কক্ষের মধ্যে যাতায়াত, আসবাবপত্র বা মালপত্র আনা-নেয়া করার সুবিধার্থে সুনিয়ন্ত্রিত খোলা বা বন্ধ করার ব্যবস্থাসহ যে ফাকা অংশ থাকে তাকে দরজা বলে ।

রুমের বা কক্ষের মধ্যে আলো বাতাস প্রবেশ করার জন্য বাইরের দেয়ালে বা মেইন ওয়ালে খোলা বা বন্ধ করার ব্যবস্থাসহ যে ফাঁকা অংশ থাকে তাকে জানালা বলে। জানালা দিয়ে মানুষ বা মালপত্র বা আসবাবপত্র আনা নেয়া করা হয় না। শুধুমাত্র আলো-বাতাস প্রবেশ, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা ও বাইরের দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয়।

Content added By

বিভিন্ন কাজে ব্যবহৃত দরজার মাপ

আবাসিক বাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত দরজার মাপ কাজ বা ব্যবহার অনুযায়ী নিচে বর্ণিত হল—

  • প্রধান প্রবেশ দ্বার বা মেইন ডোর: 3'-6", 5'-0", দুই পাল্লা হলে 5-6" পর্যন্ত হতে পারে, উচ্চতা 7'-0"
  • শয়ন বা বেড রুম, লিভিং রুম, ফ্যামিলি রুম: 3'-4" বা 3'-6", উচ্চতা 7'-0"
  • লিভিং ও ডাইনিং রুমের মাঝের দরজা: 4'-2"-7' -6", পাল্লা ছাড়াও হতে পারে, উচ্চতা 7'-0"
  • স্টাডি রুম: 3'-0", 3'-4", উচ্চতা 7' -0"
  • রান্নাঘর: 2'-6", 3'-0", উচ্চতা 7'-0"
  • টয়লেট/বাথ: 2-1", 2'-6", উচ্চতা 7'-0"
  • গ্যারেজ: 7'-11", 10'-0", উচ্চতা 7' -0"
Content added By

দরজার (Door) শ্রেণিবিভাগ

দরজার উপাংশের বিন্যাস অনুযায়ী দরজা নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • ব্যাটেনড এবং লেজড ডোর (Battened and Ledged Door )
  • ব্যাটেনড়, লেজড এবং ব্রেসড ডোর (Battened, Ledged and Braced Door )
  • ব্যাটেনড, লেজড এবং ফ্রেমড ডোর (Battened, Ledged and Framed Door )
  • ব্যাটেনড, লেজড, ব্রেসড এবং ফ্রেমড ডোর (Battened, Ledged, Braced and Framed Door )

নির্মাণ পদ্ধতি অনুযায়ী দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-

  • ফ্রেমড এবং প্যানেলড ডোর (Framed and Paneled poor )
  • গেজড বা সাশ ডোর (Glazed or Sash Door )
  • ফ্লাশ ডোর (Flush Door )
  • লুভার্ড ডোর (Louvered Door )
  • ওয়্যার গেজড ডোর (Wire Gauzed Door )

কাজের প্রকৃতি অনুযায়ী দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • রিভলভিং ডোর (Revolving Door )
  • স্লাইডিং ডোর (Sliding Door ) ।
  • সুইং ডোর (Swing Door)।
  • কলাপসিবল স্টিল ডোর (Collapsible Steel Door )
  • রোলিং স্টিল শাটার ডোর (Rolling Steel Shutter Door )

বিভিন্ন প্রকার দরজার নাম এবং প্ল্যান, এলিভেশন ও ত্রিমাত্রিক দৃশ্যে ব্যবহৃত দরজার প্রতীক

মেটাল দরজাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • মাইন্ড স্টিল শিট ডোর (Mild Steel Sheet Door )
  • করুলেটেড স্টিল শিট ডোর (Corrugated Steel Sheet Door )
  • হলো মেটাল ভোর (Hollow Metal Door)
  • মেটাল কভারড প্লাইউড ডোর (Mel Covered Plywood Door )
Content added By

কক্ষে দরজার(Door) অবস্থান

নিচে কক্ষে দরজার অবস্থান ও বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা করা হল-

দরজা কক্ষের একপাশে দেয়াল ঘেষে হলে ভালো হয়। যেন পায়া খুলতে জায়গার অপচয় না হয়।

কক্ষের মাঝে দরজা থাকলে কার্যকর জায়গা কমে যায় দরজা দেয়াল ঘেঁষে থাকায় কার্যকর জায়গা বেশি পাওয়া যায়

কক্ষে দরজার সংখ্যা কম হলে ভালো হয়। বিভিন্ন কারণে (বাথরুম, বারান্দার যাতায়াত) একাধিক দরজা প্রয়োজন হলে দরজা এমনভাবে নিতে হবে যেন আর দূরত্ব অতিক্রম করে বাতায়াত করা যায়।

  • কক্ষে দরজার অবস্থানের জন্য আসবাব সজ্জায় যেন অসুবিধা না হয় এজন্য প্রথমেই আসবাব সজ্জা কেমন হবে তা দেখে নিয়ে দরজা বসাতে হবে। কক্ষে কি কি আসবাব থাকবে তা বিবেচনা করে দরজার অবস্থান ঠিক করতে হবে।
  • যদি কোনো কারণে দরজা দেয়াল ঘেঁষে বসানো না যায় তবে দেয়াল থেকে এমন ভাবে বসানোর চেষ্টা করতে হবে যেন দূরত্বটি একটি আসবাবের চওড়ার সমান হয়। অর্থাৎ দরজার পাল্লার পিছনে দেয়াল ঘেঁষে মাঝখানে আলমিরা বা এ জাতীয় কোনো আসবার বসানো যায় ।
  • কক্ষে এমনভাবে দরজা বসাতে হবে যেন প্রধান প্রবেশ দ্বার বা মেইন ডোর থেকে বাড়িতে ঢুকতে কক্ষের ভিতর পর্যন্ত দেখা না যায় ।
  • লিভিং রুম বা বসার ঘর দিয়ে যেন প্রধান প্রবেশ দ্বার না হয়। বারান্দা বা ডাইনিং দিয়ে একটি আলাদা সার্ভিস দরজা থাকা আবশ্যক। আজকাল অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবনে একটি মেইন ডোর থাকে সেক্ষেত্রে ডাইনিং দিয়ে দেয়া যায়। কিন্তু দরজার পাল্লা এমন ভাবে খোলা উচিত যেন পাল্লা খুলে ঢুকার সময় বাড়ির ভিতর পাল্লা দিয়ে আড়াল হয়ে যায় ।
  • রান্নাঘরের দরজার অবস্থান এমন হবে যেন লিভিং রুম থেকে ভিতর পর্যন্ত দেখা না যায়, আবার মেইন ডোর থেকে কাছে কিন্তু আড়াল থাকে ।]
  • লম্বাটে বাথরুম এর দরজা রুমের মাঝ বরাবর বসাতে পারলে ভালো হয়। এতে রুমের একদিকে কমোড বা লং প্যান, অন্যদিকে রেইল (Rail) দিয়ে শাওয়ার বা গোসলের স্থান, মধ্যে বেসিনের ব্যবস্থা করলে রুমটি স্যাতস্যাতে হয় না। এছাড়া প্ল্যান/কমােেডর এর পাশে গোসলের অস্বস্তিবাধে হয় না ।
  • বারান্দার দরজা অবশ্যই রুমের ভিতরের দিকে না হয়ে বাইরের দিকে খুলতে হবে।
Content added By

জানালার (Window) শ্রেণিবিভাগ

বিভিন্ন ধরনের ইমারতে ব্যবহৃত জানালাসমূহকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—

  • ফিক্সড উইন্ডো (Fixed Window)
  • পিভোটেড উইন্ডো (Pivoted Window) 
  • ডাবল হাংগ উইন্ডো (Double Hung Window) 
  • স্লাইডিং উইন্ডো (Sliding Window) 
  • ক্যাজমেন্ট উইন্ডো (Casement Window) 
  • সাশ উইন্ডো (Sash Window) 
  • লুভার্ড বা জালৌসী উইন্ডো (Louvered or Jalousie Window) 
  • মেটাল উইন্ডো (Metal Window) 
  • ক্লিয়ার স্টোরী উইন্ডো (Clear Storey Window) 
  • বে উইন্ডো (Bay Window) 
  • কর্ণার উইন্ডো (Corner Window) 
  • ডর্মার উইন্ডো (Dormer Window) 
  • গ্যাবল উইন্ডো (Gabble Window) 
  • ল্যান্টার্ন উইন্ডো (Lantern Window) 
  • স্কাই লাইট (Sky Light) 
  • ফ্যান লাইট (Fan Light) 
  • ভেন্টিলেটর (Ventilator) 
  • সান লাইট (Sun Light)

বিভিন্ন প্রকার জানালার নাম এবং প্ল্যান, এলিভেশন ও ত্রিমাত্রিক দৃশ্যে ব্যবহৃত জানালার প্রতীক

Content added By

কক্ষে জানালার (Window) অবস্থান

নিচে কক্ষে জানালার অবস্থান ও বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা করা হল-

  • কক্ষের আকার আকৃতি ব্যবহার ইত্যাদির উপর নির্ভর করে জানালার অবস্থান নির্ণয় করা হয় ।
  • সূর্যের আলোর দিক, বায়ু চলাচলের দিক এবং সৌরতাপ বিবেচনা করে জানালার অবস্থান ও আকার নির্ধারণ করা হয়।
  • পর্যাপ্ত আলো বাতাসের জন্য জানালার আকার বড় রাখা ভালো তবে আসবাব ও প্রাইভেসি চিন্তা করে রুমের এরিয়ার 1/3 অংশ জানালা রাখতে হবে।
  • বর্তমানে আমাদের দেশে অধিক পরিমাণে বহুতল ইমারত তৈরির কারণে আলো-বাতাসের স্বল্পতা দেখা যায়। এ কারণে সিল লেভেল এর উচ্চতা ৩০ থেকে কমিয়ে ১২" - ২৪" করে দেয়া হয়।
  • সঠিক ভেন্টিলেশনের জন্য ইমারতের বেড রুম ও সম্ভব হলে লিভিং রুমে বিপরীত দিকের দেয়ালে জানালা রাখতে হবে। বিপরীত দিকের দেয়ালে জানালা বা ওপেনিং রাখলে তাকে ক্রস ভেন্টিলেশন (Cross- Ventilation) বলে।
  • টয়লেট/বাথরুমে ছোটো হলেও একটি জানালা রাখতে হবে, যাতে গ্যাস বের হয়ে যেতে পারে ।
  • রান্নাঘরের জানালা বেন দক্ষিণ দিকে না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
  • ইমারতের প্রতিটি রুমে প্রাকৃতিক আলো বাতাসের জন্য প্রয়োজনীয় আকারের কমপক্ষে একটি জানালা রাখতে হবে।
  • রুমের ব্যবহার ও আসবাব অনুযায়ী জানালার আকার ও অবস্থান ঠিক করতে হবে যেন আসবাবে জানালা ঢেকে না যায় বা বড় আসবার বসানোর জায়গা পাওয়া যায়।
  • ভবনের বাহ্যিক দৃশ্য ও চারপাশের বা পারিপার্শ্বিক দৃশ্য সুন্দর হয় এমনভাবে জানালার অবস্থান হওয়া উচিত।
Content added || updated By

কক্ষে দরজা (Door) জানালার (Window) মাপ নির্ণয়ে বিবেচ্য বিষয়

কক্ষে দরজা (Door) জানালার (Window) মাপ নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ নিচে আলোচনা করা হল-

  • কক্ষের আকার ও আকৃতি
  • কক্ষের ব্যবহার
  • কক্ষের আসবাব
  • জলবায়ুর অবস্থা
  • ওয়াল স্পেস
  • বাতাসের দিক
  • বাহ্যিক দৃশ্যের আবেদন ও প্রয়োজনীয়তা
  • স্থাপত্যিক দৃশ্যের প্রয়োজনীয়তা

উপরোক্ত বিষয় বিবেচনা করে নিম্নলিখিত নিয়মে জানালার আকার নির্ধারণ করা হয়—

  • জানালার চওড়া = 1/8 (রুমের চওড়া + রুমের উচ্চতা)
  • রুমের আয়তনের 1/3 অংশ হিসাবে জানালার জন্য ফাঁকা রাখা উচিত
  • জানালার ক্ষেত্রফল = মেঝের ক্ষেত্রফলের 10%-20% (কাছাকাছি নির্মিত ইমারতে প্রাইভেসি বিঘ্নিত না হলে বেডরুমের জন্য 50% পর্যন্ত দেয়া যায়)
  • আলোর জন্য মেঝের ক্ষেত্রফলের 10% কাঁচ বা গ্লাসের পাল্লাসহ জানালা হওয়া উচিত ।
  • পাবলিক বিল্ডিং-এর মেঝের ক্ষেত্রফলের 20% জানালার জন্য ফাঁকা রাখা উচিত।

নিম্নলিখিত নিয়মে দরজার আকার নির্ধারণ করা হয়-

  • একজন পূর্ণবয়স্ক মানুষ একহাতের তালুর উপর অন্য হাতের তালু রেখে দাঁড়ালে সর্বোচ্চ যে পরিমাণ জায়গা (2'-0") লাগে সেই মাপের উপর নির্ভর করে দরজা বা ওপেনিং রাখা হয়। যে কারণে বারান্দা, টয়লেট ইত্যাদি স্থানে সর্বনিম্ন মাপ 2'-0" ধরা হয়।
  • বেড রুম, লিভিং রুম ইত্যাদি রুমে সহজে মালপত্র আনা নেয়া করা যায় ও মানুষ যাতায়াত উভয়ই বিবেচনা করা হয় বলে দরজা তুলনামূলক একটু বড় রাখা হয় ।
  • প্রধান প্রবেশ পথ তুলনামূলক চওড়া করা উচিত যেন অনুষ্ঠানে একাধিক লোক প্রবেশ করতে পারে বা প্রয়োজনে মালপত্র আনা-নেয়া করা যায় ।
  • রান্নাঘরে কোনো খাবার বা এ জাতীয় কিছু হাতে করে আনা নেয়া করার জন্য দরজার মাপ কমপক্ষে 2'-6" ধরা হয়, তবে 3'-0" রাখা ভালো।
  • স্কুল, পাবলিক এরিয়া বা যেখানে একত্রে একধিক লোক প্রবেশ বা বের হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে দরজা লোকজনের পরিমাণ হিসাব করে চওড়া করতে হবে।
Content added By

কক্ষ ভেদে দরজা (Door) জানালার (Window) প্রয়াজেনীয়তা

নিচে বিভিন্ন কক্ষ অনুযায়ী দরজা জানালার প্রয়োজনীয়তা বর্ণনা করা হল-

রুমসমূহ

দরজার প্রয়োজনীয়তা

জানালার প্রয়োজনীয়তা

বেড রুমকক্ষে প্রবেশ ও বের হওয়া, মালপত্র আনা নেয়া করা, প্রাইভেসি রক্ষা করার জন্য।কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের জন্য, বাইরের ভিউ দেখার জন্য, ভেন্টিলেশন এর জন্য ও স্থাপত্যিক সৌন্দর্যের জন্য।
লিভিং রুমকক্ষে প্রবেশ ও বের হওয়া, বিশেষ করে | অতিথিদের প্রবেশ ও বের হওয়ার জন্য, মালপত্র | আনা নেয়া করা, ভেন্টিলেশন এর জন্য।কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের জন্য, বাইরের ভিউ দেখার জন্য, ও স্থাপত্যিক সৌন্দর্যের জন্য।
ডাইনিং রুমডাইনিং রুম কমন রুম হিসাবে ব্যবহার হয় এবং | এই রুম দিয়ে বিভিন্ন রুমে যাতায়াত করা হয়। এছাড়া একটি দরজা সার্ভিস এন্ট্রি হিসাবে ব্যবহৃত হয়।খাওয়া দাওয়া করার সুবিধার জন্য, পর্যাপ্ত আলো ও বাতাসের জন্য, কমপক্ষে একটি বড় জানালা থাকা প্রয়োজন ।
কিচেন বা রান্নাঘরখাবার আনা-নেয়া করা, কিচেনে যাতায়াত, | রান্নার সামগ্রী আনা-নেয়া করা, আসবাব আনা- | নেয়া করার জন্য কিচেন ব্যবহার করা হয় ।রান্নার ও কাটাকাটি করার সুবিধার জন্য, রান্না ঘরে উৎপন্ন তাপ ও গ্যাস বের করে দেয়ার জন্য, রান্নার ঝাঁঝালো গন্ধ বের করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য ।
টয়লেটকক্ষে প্রবেশ ও বের হওয়া, ফিকচার বসানোর জন্য, প্রাইভেসি রক্ষা করার জন্য ।ভেন্টিলেশন-এর জন্য, স্যাতস্যাতে ভাব দূর করার জন্য, দূর্গন্ধ যুক্ত গ্যাস বের করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য ।
সিঁড়ি ঘরইমারতের বিভিন্ন তলায় প্রবেশ ও বের হওয়া | আসবাব ও মালপত্র আনা-নেয়া করার জন্য।ভেন্টিলেশন-এর জন্য, পর্যাপ্ত আলো ও  বাতাসের জন্য, অন্ধকারের জন্য সিঁড়িতে দুর্ঘটনা এড়ানোর জন্য।
Content added || updated By

অ্যালুমিনিয়ামের দরজা জানালার (Aluminum Door Window) প্রয়োজনীয়তা

অ্যালুমিনিয়াম দরজা জানালার মেটাল দরজা জানালার একটি অংশ যা বর্তমানে প্রায় সর্বত্র ব্যবহার হয়ে আসছে। স্লাইডিং করা যায় বলে পাল্লা খুলতে জায়গা লাগে না। তবে এ দরজা জানালার অর্ধেক বন্ধ থাকে বলে বাতাস চলাচলে ওপেনিং এর ৫০% স্পেস পাওয়া যায়। পর্যাপ্ত আলো পাওয়া যায় এবং পাল্লা খোলা বা বন্ধ করার সময় ভেঙ্গে যায় না বলে অ্যালুমিনিয়ামের দরজা (Door) জানালার (Window) ব্যবহার ক্রমশ বাড়ছে। নিচে অ্যালুমিনিয়ামের (Aluminum) দরজা (Door) জানালার (Window) প্রয়োজনীয়তা বর্ণনা করা হল—

  • স্লাইডিং করা হয় বলে পাল্লা খুলতে জায়গা লাগে না ।
  • কাঠের তুলনায় বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ।
  • এ ধরনের দরজা-জানালা অধিক অগ্নিরোধক হয় ।
  • আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে না।
  • এটিতে ঘুনেও ধরে না ও পানির সংস্পর্শে পচনও হয় না ।
  • রক্ষণাবেক্ষণ সহজ ও অত্যন্ত স্বল্প ব্যয় সাপেক্ষ।
  • অ্যালুমিনিয়ামে ফ্রেমিং-এর জন্য কাঁচের পরিমাণ বেশি পাওয়া যায় ফলে আলো বেশি প্রবেশ করে ।
  • তুলনামূলক কম দক্ষ কারিগরের প্রয়োজন ও ততটা শ্রম সাধ্য নয়।
  • তৈরি মাপে পাওয়া যায় বলে সময় কম লাগে।
Content added By

কক্ষে জানালার (Window) অবস্থান

কাঠের এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের দরজা-জানালার মধ্যে সুবিধা-অসুবিধা নিচে আলোচনা করা হল-

কাঠের দরজা-জানালা

স্টিল ও অ্যালুমিনিয়ামের দরজা-জানালা

১. অপেক্ষা কৃত কম শক্তিশালী ।১. কাঠের তুলনায় বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ।
২. কাঠ অগ্নিরোধক নয় ।২. এ ধরনের দরজা-জানালা অধিক অগ্নিরোধক হয়।
৩. নির্মাণ উপকরণের মধ্যে কাঠ নির্মিত সামগ্রী অত্যধিক ব্যয়বহুল হয় বলে বিলাসবহুল বাড়িতে কাঠের দরজা-জানালা ব্যবহার করা হয় ।৩. আধুনিক ডিজাইনের সাথে মানানসই বলে বর্তমানে প্রায় সব বাড়িতে অ্যালুমিনিয়ামের দরজা-জানালা ব্যবহার করা হয়।
৪. আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে। ৪. আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে না।
৫. এটিতে সহজেই ঘুনে ধরে ও পচন ধরে যায় ।৫. এটিতে ঘুনেও ধরে না ও পানির সংস্পর্শে পচনও ধরে না।
৬. রক্ষণাবেক্ষণ কঠিন ও ব্যয়বহুল।৬. রক্ষণাবেক্ষণ সহজ ও অত্যন্ত স্বল্প ব্যয় সাপেক্ষ ।
৭. কাঠের ফ্রেমিং এর জন্য কাচের পরিমাণ কমে যায় | ফলে আলো কম প্রবেশ করে।৭. স্টিল ও অ্যালুমিনিয়ামে ফ্রেমিং এর জন্য কাচের | পরিমাণ বেশি পাওয়া যায় ফলে আলো বেশি প্রবেশ করে ।
৮. ফিনিশিং-এর জন্য দক্ষ কারিগরের প্রয়োজন ও | অধিক শ্রমসাধ্য ।৮. তুলনামূলক কম দক্ষ কারিগরের প্রয়োজন ও ততটা শ্রম সাধ্য নয় ।
৯. তৈরিতে সময় বেশি লাগে ।৯. তৈরি মাপে পাওয়া যায় বলে সময় কম লাগে 
Content added || updated By

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. দরজা কাকে বলে? 

২. জানালা কাকে বলে? 

৩. কাজের প্রকৃতি অনুযায়ী দরজা কত প্রকার ও কী কী? 

৪. ক্রস ভেন্টিলেশন কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. আবাসিক বাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন দরজার মাপসমূহ লেখ। 

২. বিভিন্ন কক্ষ অনুযায়ী দরজা জানালার প্রয়োজনীয়তা বর্ণনা । 

৩. অ্যালুমিনিয়ামের (Aluminum) দরজা (Door) জানালার (Window) প্রয়োজনীয়তা বর্ণনা কর । 

৪. জানালার আকার নির্ধারণে বিবেচ্য বিষয় বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন 

১. কক্ষে দরজার অবস্থান ও বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা কর । 

২. কক্ষে জানালার অবস্থান ও বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা করা 

৩. কক্ষে দরজা (Door) জানালার (Window) মাপ নির্ণয়ে বিবেচ্য বিষয় আলোচনা কর । 

৪. কাঠের এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের দরজা-জানালার মধ্যে সুবিধা-অসুবিধা লেখ।

Content added By
Promotion