ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম (Electric and Electronic Control System)

কার এয়ারকন্ডিশনিং-এ কুলিং সিস্টেম, হিটিং সিস্টেম, ডি-হিউমিডিফিকেশন সিস্টেম, হিউমিডিফিকেশন সিস্টেম ইত্যাদি পরিচালনা এবং নিয়ন্ত্রণে ইলেকট্রিক কন্ট্রোল (Electric control) এবং ইলেকট্রনিক কন্ট্রোল (Electronic control) স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনিং সিস্টেমকে চালু ও বন্ধ (Start and Stop) করে। খু তাই নয়, এটা সিস্টেমে বিভিন্ন সমস্যাবলি (Problems) নির্দেশকেরি মাধ্যমে চিহ্নিত করে হিমায়ন ইউনিটকে নিরাপদ ও নির্বিঘ্নে (Safe and Smooth) পরিচালনা করে ।

কার এয়ার কন্ডিশনিং এর কন্ট্রোল সিস্টেমকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়-

ক) প্রাইমারি কন্ট্রোল (Primary Control) : কুলিং ও হিটিং সিস্টেমকে নিরাপদে চালু ও বন্ধ করে। 

খ) অপারেটিং কন্ট্রোল (Operating Control) : থার্মোস্ট্যাটের মাধ্যমে চাহিদা নির্ধারণ করে হিটিং ও কুলিং সিস্টেম চালু ও বন্ধ করে

গ) লিমিট কন্ট্রোল (Limit Control) : সিস্টেমের নিরাপত্তা বিধান করে।

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কন্ট্রোল সার্কিটে নিয়ন্ত্রক পদ্ধতিসমূহ নিরাপদ ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণের (Automatic Controoling) নিশ্চয়তা প্রদান করে। কার এয়ার কন্ডিশনিং-এ কম্প্রেসর এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশসমূহের কার্যকারিতা অক্ষুন্ন রাখার জন্য তথা এদের সঠিক অবস্থান ধরে রাখার জন্য সেফটি ডিভাইস সমূহ কাজ করে। সিস্টেমে নিরাপত্তামূলক ডিভাইস সমূহের প্রভাবে নিচের বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়-

ক) তাপমাত্রা পরিবর্তন (Temperature Change) 

খ) হিমায়ক প্রবাহ (Refrigerant Flow) 

গ) হিমারকের লেভেল ( Refrigerant level) )

(ঘ) সময় (Time) |

চিত্র ১.১.৯ এ কার এসির সিম্পল ইলেকট্রিক্যাল ওয়্যারিং সার্কিট এবং চিত্র ১.২০ এ কার এসির জটিল ইলেকট্রনিক্স ওয়্যারিং সার্কিট দেখানো হল।

কার এয়ারকন্ডিশনিং সিস্টেমকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিটসমূহ নিচের কন্ট্রোল ডিভাইসসমূহের সমন্বয়ে গঠিত হয় -

১) পাওয়ার লিংকেজ সুইচ (Power Linkage Switch) 

২) ভোল্টেজ ইন্ডিকেশন মিটার (Voltage Indication Meter) 

৩) কারেন্ট ইন্ডিকেশন মিটার (Current Indication Meter) 

৪) মোটরের ত্রুটি নির্দেশক লাইট (Indicating Light Of Motor Fault) 

৫) নেগেটিভ চাপ নির্দেশক (Negative Pressure Indicator) 

৬) লক আপ সুইচ (Lock up Switch) 

৭) স্টার্ট বাটন (Satrt Button) 

৮) অন-অফ নির্দেশক বাতি (Indicating Light of ON OFF) 

৯) অতিরিক্ত চাপ নির্দেশক (Indicator of High Pressure) 

১০) স্টপ বাটন (Stop Button ) 

১১) মোটর কন্ট্রোল কন্টাক্টর (Motor Control Contactor 

১২) কম্প্রেসর কন্টাক্টর (Compressor Contactor) 

১৩) ড্র্যাগ মোটর (Drag Motor)

১৪) কন্ডেন্সার নিয়ন্ত্রক (Condenser Controller) 

১৫) ইভাপোরেটর নিয়ন্ত্রক (Evaporator Controller) 

১৬) ম্যাগনেটিক ক্লাচ নিয়ন্ত্রক (Megnetic Clutch Controller) 

১৭) ডিলে রিলে (Delay Relay) 

১৮) ট্রান্সফরমার (Transformer) 

১৯) হিট প্রটেক্টিং ডিভাইস (Heat Protecting Device) 

২০) কানেকশন পোর্ট (Connection Port)

২১) প্রেশার কন্ট্রোলার (Pressure)

২২) তাপমাত্রা নিয়ন্ত্রক (Temperature Controller), ইত্যাদি।

 

 

Content added By
Promotion