কার এসির রিসিভার ড্রায়ার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
1

কার এসির রিসিভার ড্রায়ার (Receiver Drier of Car AC)

কার এয়ারকন্ডিশনিং সিস্টেমের হিমায়ন চক্রে হিমারক সংরক্ষণাগার হিসাবে কভেলার ও এক্সপানশন ডিভাইসের মাঝখানে বসানো হয়, তাকে রিসিভার ড্রায়ার বলে। এয়ারকন্ডিশনিং সিস্টেমের অভ্যন্তরীন যন্ত্রপাতি পরিষ্কার- পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, যাতে কোন ধরণের মরলা, আর্দ্রতা বা ক্ষতিকরি পদার্থ যেন না থাকে। যদি অপদ্রব্য থাকে তাহলে এক্সপানশন ভাতের সরু পথে অটিকে গিয়ে রেফ্রিজারেন্ট সরবরাহে বাঁধার সৃষ্টি করতে পারে তাই স্ট্রেইনার বা ফিল্টার সম্বলিত জান্নার ব্যবহার করা হয়। রিসিভারের অভ্যন্তরে শুষ্ককারক পদার্থ চার্জ করা থাকে যা রেফ্রিজারেন্টের সাথে উপস্থিত জনীয় কণা শোষণ করে রেফ্রিজারেন্টকে শুল্ক রাখে।

রিসিভার ড্রায়ার সাধারণত নিচের অংশগুলো নিয়ে গঠিত হয় -

  • রেফ্রিজারেন্ট ইনলেট পোর্ট
  • পাইট গ্লাস
  • রেফ্রিজারেন্ট আউটলেট পোর্ট 
  • পিকআপ টিউব
  • ড্রাইং এজেন্ট বা ডেসিকেট বেড 
  • ফিস্টার স্ক্রিন

রিসিভারে অবস্থিত সাইট গ্লাস পর্যক্ষেণ করে কার এসির রেফ্রিজারেন্ট স্বল্পতা, রেফ্রিজারেন্টে অপদ্রব্যের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

 

 

Content added By
Promotion