জব ২ঃ ৩টি বাতি/লোডের প্যারালাল সার্কিট তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

জব ২: তিনটি বাতি/লোডের প্যারালাল সার্কিট তৈরি করা

পারদর্শিতার মানদন্ড

• স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
• প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
• প্যারালাল সার্কিট তৈরি করা
• সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স, পরিমাপ করা
• কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা 

• অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
• ওয়েস্টেজ এবং স্ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
• কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

(ণ) প্রয়োজনীয় যন্ত্রপাতি ট্রেন্সস, ইকুইপমেন্ট ও মেশিন)

(গ) মালামাল (Raw Materials)

১. সার্কিট ডায়াগ্রাম অঙ্কন কর সেঅনুযায়ী সংযোগ স্থাপন কর।

২. সম্পুর্ন সার্কিটটি পুনরায় চেক করো।
৩. হোল্ডারে বাল্বগুলো স্থাপন করো।
৪. সার্কিটে বিদ্যুৎ সরবরাহ করো ।
৫. ক্লিপ অন মিটার/অ্যাভো মিটারের সাহায্যে ইনফরমেশন শিটের ২.২.৯ অনুসরণ করে কারেন্ট, ভোল্টেজ
ও রেজিস্ট্যান্স পরিমাপ করো । ৬. সার্কিটের ফলাফল যাচাই করতে ইনফরমেশন/তাত্ত্বিকশিট ২.৫.৪ এর বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে দেখ ৷

কাজের সতর্কতা

• অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
• বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে
• কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে

আত্নপ্রতিফলন

প্যারালাল সার্কিট তৈরি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion