পারদর্শিতার মানদন্ড স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা |
(গ) কাজের ধারা
১। সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। ২। সিরিজ সার্কিট তৈরি করো।
ক. একটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের A1ও A4 পয়েন্টে যুক্ত কর;
খ. একটি LED কে ব্রেড বোর্ডের B4 ও B6 পরেন্টে যুক্ত কর; গ. অন্য আরেকটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের A6 ও A8 পয়েন্টে
যুক্ত কর খ. অন্য LED কে ব্রেড বোর্ডের BS ও B10 পয়েন্টে যুক্ত কর;
৫. এবার ফেজ লাইনটি C1 ও নিউট্রাল লাইনকে C10 পয়েন্টে যুক্ত
কর;
৩। প্যারালাল সার্কিট তৈরি কর।
ক. একটি LED কে ব্রেড বোর্ডের A1 ও A4 পয়েন্টে যুক্ত কর; খ. অন্য একটি LED কে ব্রেড বোর্ডের B1 B4 পয়েন্টে যুক্ত
কর
গ. একটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের C4 ও নিউট্রাল লাইনের সাথে
যুক্ত কর; ম. ব্রেড বোর্ডের C1 এ ফেজ লাইন যুক্ত করো।
কাজের সতর্কতা • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে |
আত্মপ্রতিফলন
ব্রেড বোর্ডে সিরিজ ও প্যারালাল সার্কিট তৈরি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।