টিউব ফ্লায়ারিং, সোয়াজিং ও পিকিং

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
3

ফ্লায়ারিং (Flaring)

একই রকম ব্যাসের দু'টি পাইপকে অস্থায়ীভাবে ফ্লায়ারিং নাটের মাধ্যমে ঘোড়া দেয়ার জন্য পাইপের মাথা যে পদ্ধতিতে ফুলের মত ছড়ানো হয় তাকে ফ্লায়ারিং বলে।

সোয়াজিং(Swaging) 

একই রকম ব্যাসের দু'টি পাইপকে স্থায়ী ভাবে জোড়া দেয়ার জন্য পাইপের মাথা যে পদ্ধতিতে সমপরিমানে ছড়ানো হয় তাকে সোয়াজিংবলে।

পিকিং(Pinching) 

হিমায়ন পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করার পরে চার্জিং লাইনের মাথা সিল বা বন্ধ করা হয়। এই সিল বা বন্ধ করাকে পিকিংবলা হয়। এর জন্য বিশেষ ধরনের টুলস ব্যবহার করা হয়।

 

Content added By
Promotion