বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি শিক্ষায় সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় গুণ?
ক. শুধু পরীক্ষার আগের রাতে পড়া তৈরি করা
গ. শুধু পরীক্ষায় সফল হবার কারণ নিয়ে চিন্তা করা
খ. ক্লাসে পড়া না বুঝলে শিক্ষককে জিজ্ঞাসা করা
ঘ. ক্লাসে নোট না নিয়ে শুধু শুনে পড়া মনে রাখার চেষ্টা করা
২. সক্রিয় থাকা বলতে কী বুঝায়?
ক. সব কাজে তর্ক করা
খ. হৈচৈ করে কাজ করা
গ. সকল কাজে আগ্রহ থাকা
ঘ. ধৈর্য সহকারে কাজ করা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
টুসির কাছে গণিত বিষয়টি কঠিন লাগে। একদিন শ্রেণির কাজের একটি অংক সে মিলাতে পারছিল না। রাত জেগে বিভিন্নভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করতে লাগল এবং দেখা গেল একসময় সে অংকটি সমাধান করে ফেলল।
৩. টুসিকে বলা যায়-
ক. সক্রিয়
খ. সৃজনশীল
গ. অধ্যবসায়ী
ঘ. নিয়মানুবর্তী
৪. টুসির মত এ ধরনের বৈশিষ্ট্যের কারণে মানুষ
ক. সফলতা লাভ করে
খ. ভুল কম করে
গ. আত্মবিশ্বাসী হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
ঝড়-বৃষ্টি যা-ই থাকুক না কেন মোহন স্কুলে হাজির। এ কারণে সে পুরস্কারও পেয়েছে। কিন্তু একদিন শিক্ষক শ্রেণিকক্ষে দলীয় কাজ দিলে সে বিষয়টি ভালোভাবে খেয়ালই করল না। সবাই মিলে পরিবারের শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করলেও সে তাতে যোগ দিল না। এমনকি পরে শিক্ষক যখন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছিল, তখন অন্যেরা গুরুত্বপূর্ণ বিষয় খাতায় লিখে রাখলেও সে বসে ছিল।
ক. মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কাকে বলা হয়।
খ. সাপ্তাহিক রুটিন বলতে কী বুঝায়?
গ. শিক্ষায় সাফল্য লাভের কোন গুণাবলি মোহনের মধ্যে বিদ্যমান ব্যাখ্যা করো।
ঘ. শ্রেণিকক্ষে মোহনের আচরণের জন্য সে কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
Read more