a ও b যথাক্রমে পরাক্ষ ও উপাঙ্কের দৈর্ঘ্য দেয়া আছে, উপবৃত্তটি আঁকতে হবে।
যে কোনো একটি সরল রেখা থেকে a পরাক্ষের সমান করে AB কেটে নিতে হবে
AB রেখার সমদ্বিখণ্ডক অঙ্কন করে মধ্যবিন্দু O থেকে b এর অর্ধেকের সমান করে উপরে ও নিচে কেটে নিতে হবে যা C ও D বিন্দুতে ছেদ করবে।
AB রেখার সমান্তরাল এবং CD রেখার সমান্তরাল করে A বিন্দুতে EF, B বিন্দুতে GH, C বিন্দুতে EG, D বিন্দুতে FH রেখাসমূহ আঁকতে হবে।
OA, OB, AE, AF, BG, BH, কে সমান চারটি করে ভাগ করতে হবে।
বিভাগ বিন্দুসমূহ চিত্রানুরূপ 1, 2, 3, 4, 5, 6 ও 1' 2', 3', 4', 5', 6', এবং 1",2", 3", 4", 5", 6", দিয়ে চিহ্নিত করতে হবে
এবার C ও D বিন্দু থেকে 1", 2", 3", 4", 5", 6" এবং 1' 2", 3", 4', 5', 6', বিন্দু পর্যন্ত সরল রেখা দিয়ে যোগ করতে হবে।
এখন C ও D বিন্দু থেকে 1, 2, 3, 4, 5, 6, বিন্দুসমূহ হয়ে যথাক্রমে 1", 2", 3", 4", 5", 6"এবং 1' 2', 3', 4', 5', 6 রেখাসমূহ পর্যন্ত সরল রেখা দিয়ে যোগ করতে হবে।
রেখাসমূহের ছেদ বিন্দুতে থাকা রেখা দিয়ে যোগ করলে নির্ণেয় উপবৃত্তটি অঙ্কিত হবে
চিত্র: সামান্তরিক প্রণালিতে উপবৃত্তটি অঙ্কন (চুড়ান্ত পর্যায়)