সবগুলো বিষয় একসাথে

একাদশ- দ্বাদশ শ্রেণি - সবগুলো বিষয় একসাথে | NCTB BOOK

ক্র নংদ্রব্যঝুঁকি 
(i)C2H5OHসহজেই আগুন ধরতে পারে।
(ii)KOHত্বকের মারাত্মক ক্ষতি ও severe burns ঘটায়। চোখ ও ত্বক নষ্ট হয়।
(iii)Br2সহজেই আগুন ধরতে পারে।
(iv)HCIত্বকের মারাত্মক ক্ষতি করতে সক্ষম, severe burns ঘটে, চোখ ও ত্বক নষ্ট করে।
(v)C6H6দেহের শ্বাস-প্রশ্বাস জন্য সংবেদনশীল, জীবাণু সংক্রমণ ঘটাতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে।
1 year ago

(a) ইলেকট্রন বিন্যাস :

Sr(38)1s22s22p63s23p63d104s24p65s2

পর্যায় সারণিতে অবস্থান : পর্যায় 5 গ্রুপ 2

(b) ইলেকট্রন বিন্যাস :

Xe541s22s22p63s23p63d104s24p64d105s25p6

পর্যায় সারণিতে অবস্থান : পর্যায় 5 গ্রুপ 18

1 year ago

সাম্যধ্রুবক K = 1.43

বিক্রিয়া অনুপাত Qc=COCO2=0.650.35=1.86

যেহেতু Qc > K; সুতরাং সাম্যাবস্থা অর্জনের জন্য বিক্রিয়া পশ্চাতে যাবে। তাই বিক্রিয়া মাধ্যমে CO2 এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং স্টীলের করোসান ঘটাবে। [CO2 স্টীলের করোসানের জন্য দায়ী]

1 year ago

(i) এক্ষেত্রে সমতাযুক্ত সমীকরণ মতে কেবল । mol গ্যাসীয় বিক্রিয়ক আছে; কোনো উৎপাদ গ্যাস নয়। তাই চাপ হ্রাসের প্রভাব বা আয়তন বৃদ্ধির প্রভাব দূর করতে উৎপাদ থেকে বিক্রিয়ক গ্যাস উৎপন্ন হবে। ফলে উৎপাদ CaCO3 এর মোল সংখ্যা হ্রাস পাবে।

(ii) এক্ষেত্রে সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়ক ও উৎপাদ উভয় ক্ষেত্রে 4 mol গ্যাসীয় পদার্থ আছে। তাই চাপ হ্রাসের ফলে সাম্য মিশ্রণে মোল সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না একই থাকবে।

1 year ago

নাইট্রোগ্লিসারিন আঘাত বা কম্পন দ্বারা বিস্ফোরিত হয়। Detonator সহযোগে স্ফুলিঙ্গ ঘটালে টিএনটি বিস্ফোরিত হয়।

টিএনটি বিস্ফোরণ বিক্রিয়া :

1 year ago