Summary
অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing) এর প্ল্যান এবং সেকশন অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডগুলো নিম্নরূপ:
- লাইন, অফসেট, টিম, হ্যাচ কমান্ড ব্যবহার করতে হবে।
- মাপ প্রদানের জন্য ডাইমেনশন কমান্ড প্রয়োগ করুন।
- ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সট এডিট করা যাবে।
- মাপের স্থলে DF, d1, d2 ইত্যাদি ব্যবহার করতে হবে।
- ছক আঁকতে পারেন অথবা টেবিলের কলাম ও সারি সংখ্যা উল্লেখ করে টেবিল ইনসার্ট করতে হবে।
ফুটিংয়ের চওড়া ও উচ্চতা টেবিলের ভিতরে লিখতে হবে।
অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing ) এর প্ল্যান ७ সেকশন অঙ্কন করে মাপ' ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -
লাইন, অফসেট, টিম, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৩.১) মত করে কলাম ফুটিংটি এঁকে নিতে হবে ।
ডাইমেনশন কমান্ড দিয়ে মাপসমূহ দিতে হবে। এক্ষেত্রে ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সটসমূহ এডিট করা যাবে। মাপ না লিখে DF, d1, d2 ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লিখতে হবে
যেকোন ফুটিং-এর জন্য নিজের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম 'ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।
Read more