অটোক্যাডে একটি বহুতল আবাসিক ইমারতের Parking mn Basement Floor Plan অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালি: অটো ক্যান্ডে নিম্নের চিত্রানুযারী একটি বহুতল আবাসিক ইমারতের Basement Floor Plan a Parking অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • La চেপে লেয়ার ডায়লগ বক্সের New তে ক্লিক করে ভিন্ন ভিন্ন নামে যেমন – কলাম, ওয়াল, পার্কিং স্টেয়ার, উইন্ডো ইত্যাদি করেকটি লেয়ার অঙ্কন করে নিতে হবে। যখন যে লেয়ারে কাজ করা দরকার সেই লেয়ারকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
  • F8 চেপে Ortho অন (on) করে ড্র টুলবারের আইকনে ক্লিক করে L লিখে এন্টার করে ড্রয়িং | এরিয়ার দুটি বিন্দুতে ক্লিক করে লাইন অঙ্কন করতে হবে।
  • এভাবে লাইন কমান্ডের সাহায্যে চিত্র-২.১.২ এর মত একটি বড় লম্ব ও একটি অনুভূমিক রেখা অঙ্কন করতে হবে।
  • এবার মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা O লিখে এন্টার করে অফসেট লিখে কমান্ডের সাহায্যে অফসেট ডিসট্যান্স 14-7' লিখে লম্বা লাইনটিকে ডানদিকে অফসেট করতে হবে। এভাবে পরপর যথাক্রমে 14-7" এর পদ্ম 16-8", 10'-0", 4-2", 10'-0", 16-8", 14-7, 10-5" দূরত্বে অফসেট করতে হবে।
  • এইভাবে অনুভূমিক লাইনটিকে পরপর যথাক্রমে 11' - 10.5" এর গল্প 7-11, 7-11, 111 10.5", দুরত্বে অফসেট করতে হবে। অফসেট কৃত লব ও অনুভূমিক লাইনসমূহের ছেদবিন্দু কলামসমূহের মধ্যবিন্দু বা প্রিড পয়েন্ট (Grid Point) হবে ।

 

  • এবার প্রথম অঙ্কিত বক্সটিকে ও গ্রিড লাইনসমূহকে সিলেক্ট করে ডিলিট করে বা মুছে ফেলতে হবে। এখন কলামসমূহের বাইরের বিন্দুসমূহ ও কলাম থেকে ডান পার্শ্বের বাইরের বিন্দু পর্যন্ত লাইন কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-২.১.৫) মঞ্চ যোগ করে অফসেট কমান্ড দিয়ে কলামের ভিতর দিকে 10 অফসেট করতে হবে।
  • এবার ট্রিম কমান্ডের সাহায্যে (TF লিখে দুইবার এন্টার করে বা আইকনে ক্লিক করে একবার এন্টার করে) বক্সের ভিতর যতটুকু লাইন অঙ্কিত হয়েছে ততটুকু বা বক্সের ভিতরকার বাড়তি অংশটুকুতে ক্লিক করে ছেটে ফেলতে হবে (চিত্র-২.১.৫)।

সিড়ির মধ্যের কলামের জন্য স্ট্রেচ করে (S লিখে এন্টার করে বা আইকনে ক্লিক করে বক্স এর একটু বাইরে উপরের ডান থেকে বামদিকে ক্রস উইন্ডো দিয়ে বক্সের অর্ধেক সিলেক্ট করে এন্টার করতে হবে। এবার বক্সটির নিচের দিকে মাউস সরিয়ে 5 লিখে এন্টার করতে হবে। 10×15 কামসমূহকে 10×10 করতে হবে। একই ভাবে পাশের দিকে স্ট্রেচ করে কলাম 20×1 করতে হবে। এটি 20×10 রেক্টেঙ্গেল তৈরি করেও বসানো যায়।

এবার চিত্রের মত মাপ (সিডির ফ্লাইট 4-2 চওড়া, 10 বাগ, লিফট 5-0x5-0 ) দিয়ে লাইন ও অফসেট কমান্ড এর সাহায্যে লিফট ও সিড়ি তৈরি বা অঙ্কন করতে হবে (চিত্র-২.১.৭ ) । সিঁড়িতে ডটেড লাইন করার জন্য প্রপার্টিজ টুলবারের থেকে others Load প্রয়োজনীয় লাইন টাইপ (DASHED) সিলেক্ট (চিত্র-২.১.৬) করে ok করে ডটেড লাইন লোড করতে হবে। এবার যে লাইন ডটেড করা দরকার সেটি ক্লিক করে প্রপার্টিজ টুলবারের ড্যাসড লাইনে নিয়ে ছেড়ে দিতে হবে।

  • এবার র্যাম্প-এর জন্য সিঁড়ির নিচের ডান কর্ণার বিন্দু থেকে ডানের দেয়াল পর্যন্ত অনুভূমিক লাইন ও বাম কর্ণার থেকে নিচের দেয়াল পর্যন্ত লম্বা লাইন এঁকে নিতে হবে। অনুভূমিক লাইনটিকে ৫ অফসেট করতে হবে (চিত্র-২১.৮)।
  • এবার হ্যাচ করার জন্য H লিখে এন্টার করে বা ড্র টুলবারের আইকনে ক্লিক করে হ্যাচ ডায়লগ বক্স থেকে ANSI31 প্যাটার্নটিকে সিলেক্ট করে এড পিক পয়েন্টে (Add PickPoints) ক্লিক করে র‍্যাম্প এর মধ্যে ক্লিক করতে হবে। এবার ফেল 36 (Scale = 36) এঙ্গেল 45 (Angle = 45 ) লিখে এন্টার করতে হবে ।
  • এখন গাড়ির প্রতীক অঙ্কন করে বা রেস্ট্রেসেল কমান্ডের সাহায্যে একটি গাড়ির পার্কিং এর জন্য 5"-0"x15"-0" (যদিও আমাদের দেশে বেশির ভাগ গাড়ি বর্তমানে 13'-6" এর মধ্যে হয়ে থাকে।) মাপের বক্স এঁকে, বক্স ও লাইন কমান্ডের সাহায্যে চিত্রের মত পার্কিং দেখাতে হবে।
  • চিত্র-২১.১০ এ বক্স দিয়ে প্রতীক এঁকে এবং চিত্র-২.১.১১ তে গাড়ির মতকরে এঁকে দুইভাবে পার্কিং দেখানো হয়েছে।
  • ড্রাইভ ওয়ের জন্য সিড়ির বামদিকের কলাম থেকে আর্ক কমান্ডের সাহায্যে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এজন্য A লিখে এন্টার করে বা ড্র টুলবারের এ আইকনে ক্লিক করে সিঁড়ির নিচের বাম কর্ণার বিন্দুতে ক্লিক, কলামের বামদিকের মধ্যবিন্দুতে ক্লিক, সিঁড়ির উপরের বাম কর্ণার বিন্দুতে ক্লিক করতে হবে।
  • অঙ্কিত বৃত্তচাপটি ড্রাইভওয়ের টার্নিং বোঝাবে (চিত্র-২.১.১০)।
  • এবার লাইনের মাধ্যমে ড্রাইভ ওয়ের দিক বা ডিরেকশন দেখাতে হবে (চিত্র-২.১.১১)।
  • এরপর রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে 110'-0".53"-4" মাগ নিয়ে একটি বক্স একে বেজমেন্ট ফ্লোরের মধ্যে সামনের দেয়ালের মাঝ বরাবর বসাতে হবে বা চিত্রের (চিত্র-২.১.১২) মত এট অঙ্কন করতে হবে। প্লটটি প্রথমেও একে নেয়া যায়।
  • এবার Dt লিখে এন্টার করে ড্রয়িং এরিয়ার যে কোনো বিন্দুতে ক্লিক করে অক্ষরের উচ্চতার মাপ (এখানে 10 নেয়া হয়েছে) লিখে, রোটেশন অ্যাঙ্গেল শূন্য (0) লিখে এন্টার করতে হবে। এবার কী-বোর্ডের ক্যান্সলক (Caps Lock) জন করে প্রয়োজনীয় টেক্সট বা Word লিখে নিতে হবে (চিত্র-২.১.১২)।
Content added By
Promotion