অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির বেজমেন্ট, গ্রাউন্ড, ও টিপিক্যাল ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির বেজমেন্ট, গ্রাউন্ড, ও টিপিক্যাল ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) অঙ্কন করে মাপ ও রঙ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্রথমে লাইন, অফসেট, সারকেল, ট্রিম, ইত্যাদি কমান্ড দিয়ে ইলেকট্রিক্যাল সিম্বলসমূহ একে ব্লক তৈরি করে নিতে হবে। [ডিজাইন সেন্টারে কিছু ইলেকট্রিক্যাল সিম্বল রয়েছে যা পর্যাপ্ত নয়, আমাদের দেশে প্রচলিত নিয়মানুযায়ী কিছু সিৰল পরবর্তী জবে (চিত্র-৯.৪) এঁকে দেয়া হল ।]
  • এবার বেজমেন্ট, গ্রাউন্ড ও টিপিক্যাল ফ্লোর আলাদা করে কপি করে এতে প্রয়োজনীয় সিম্বল বসাতে হবে । ইনসার্ট ব্লকের সাহায্যে সিলসমূহকে ইনসার্ট করে কপি ও যুক্ত এর সাহায্যে সঠিক স্থানে বসাতে হবে।
  • ইলেকট্রিক্যাল লে-আউট করার সময় দরজা-জানালার অবস্থান ও আসবাবপত্রের অবস্থান, কক্ষের ব্যবহার ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করতে হবে।
  • এবার মাপ ও প্রয়োজনীয় টেক্সট লিখে কাজটি সম্পন্ন করতে হবে।
  • গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট করার সময় সিকিউরিটি লাইট দেখাতে হবে। বেজমেন্টে র‍্যাম্পের লাইট দেখানো হয়েছে বলে প্রাউন্ড ফ্লোরে ক্রস করে দেয়া আছে।
  • টিপিক্যাল ফ্লোরে একটি ইউনিটে ইলেকট্রিক্যাল লে-আউট আঁকা হলে অন্য ইউনিটে মিরর করে এঁকে নেয়া যাবে। এরপর ফিক্চা‌রসমূহের সঠিক অবস্থান দেখানোর জন্য ডাইমেনশন দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।
Content added By
Promotion