অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির বেজমেন্ট, গ্রাউন্ড, ও টিপিক্যাল ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) অঙ্কন (৯.১ - ৯.৩)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
225

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির বেজমেন্ট, গ্রাউন্ড, ও টিপিক্যাল ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট (Electrical Layout) অঙ্কন করে মাপ ও রঙ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্রথমে লাইন, অফসেট, সারকেল, ট্রিম, ইত্যাদি কমান্ড দিয়ে ইলেকট্রিক্যাল সিম্বলসমূহ একে ব্লক তৈরি করে নিতে হবে। [ডিজাইন সেন্টারে কিছু ইলেকট্রিক্যাল সিম্বল রয়েছে যা পর্যাপ্ত নয়, আমাদের দেশে প্রচলিত নিয়মানুযায়ী কিছু সিৰল পরবর্তী জবে (চিত্র-৯.৪) এঁকে দেয়া হল ।]
  • এবার বেজমেন্ট, গ্রাউন্ড ও টিপিক্যাল ফ্লোর আলাদা করে কপি করে এতে প্রয়োজনীয় সিম্বল বসাতে হবে । ইনসার্ট ব্লকের সাহায্যে সিলসমূহকে ইনসার্ট করে কপি ও যুক্ত এর সাহায্যে সঠিক স্থানে বসাতে হবে।
  • ইলেকট্রিক্যাল লে-আউট করার সময় দরজা-জানালার অবস্থান ও আসবাবপত্রের অবস্থান, কক্ষের ব্যবহার ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করতে হবে।
  • এবার মাপ ও প্রয়োজনীয় টেক্সট লিখে কাজটি সম্পন্ন করতে হবে।
  • গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক্যাল লে-আউট করার সময় সিকিউরিটি লাইট দেখাতে হবে। বেজমেন্টে র‍্যাম্পের লাইট দেখানো হয়েছে বলে প্রাউন্ড ফ্লোরে ক্রস করে দেয়া আছে।
  • টিপিক্যাল ফ্লোরে একটি ইউনিটে ইলেকট্রিক্যাল লে-আউট আঁকা হলে অন্য ইউনিটে মিরর করে এঁকে নেয়া যাবে। এরপর ফিক্চা‌রসমূহের সঠিক অবস্থান দেখানোর জন্য ডাইমেনশন দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...