অঙ্কন প্রণালি: অটো ক্যাডে নিচের চিত্রানুযায়ী একটি বহুতল আবাসিক ইমারতটির Ground Floof Plan অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত -
বেজমেন্ট ফ্লোরকে কপি করার জন্য মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা Co লিখে এন্টার করে OTRACK অন করে ফ্লোরটির প্রটের কর্ণার বিন্দুতে ক্লিক করে এর বরাবর নিচে বা উপরে একটি কপি করতে হবে।
এবার পূর্ব বা রাস্তার দিকের দেয়াল ডিলিট করতে হবে এবং পার্কিং চিত্রের মত বসাতে হবে।
ড্রাইভ ভরে মিরর কমান্ড দিয়ে উল্টে দিতে হবে। [Mi লিখে এন্টার বা মস্তিকাই টুলবারের আইকনে ক্লিক করে তাঁর চিহ্ন সিলেক্ট করে এন্টার দিয়ে ড্রাইভ ওয়ের লাইনটির মধ্য বিন্দুতে ক্লিক করে উপরে বা নিচে মাউস অর্থো অন করে সরিয়ে ক্লিক করে Y লিখে এন্টার করতে হবে।]
রাস্তার দিকে বা সম্মুখের দেয়াল কলাম বরাবর লাইন কমান্ড দিয়ে চিত্রের মত করে আঁকতে হবে ।
বেজমেন্টের প্রবেশ পথটি র্যাম্প বরাবর ট্রিম কমান্ড দিয়ে, লাইন ছাটাই করে খুলে দিতে হবে। প্রবেশ পথটি লাইন দিয়ে চিত্রের মত করে এঁকে কপি করে বাউন্ড ফ্লোরে প্রবেশপথটি এঁকে নিতে হবে।
এখানে ভূমি থেকে পিস্থ বরাবর বা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার জন্য গেট থেকে কলাম পর্যন্ত চালু জায়গাটুকু পূর্বের নিয়মে (বেজমেন্টের মত) করে নিতে হবে ।
লাইন ও অফসেট কমান্ড দিয়ে রাস্তা ও ফুট পাখ অঙ্কন করতে হবে, ফুট পাথ থেকে গেট পর্যন্ত ফিলেট এর সাহায্যে বাঁকা করে নিতে হবে। [F লিখে এন্টার বা মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে ব্যাসার্ধ (3-6) লিখে এন্টার করে ফুট পাথ এর লাইন এ ক্লিক ও র্যাম্প বা স্নোপের পাশের লাইনের উপরে ক্লিক করতে হবে।
এভাবে ফুট পাথটি অঙ্কন করতে হবে।
এখন পূর্বের নিয়মে Dt কমান্ড লিখে প্রয়োজনীয় টেক্সট বা Word লিখে নিতে হবে। অথবা যে কোনো একটি Word কপি করে এডিট করে নেয়া যায়। এজন্য কপি কৃত Word টিতে দুইবার ক্লিক করে প্রয়োজনীয় এডিট করে বা যা লেখা দরকার লিখে নিতে হবে।