অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Section অঙ্কন ও হ্যাচ করা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালী: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Section অঙ্কন, হ্যাচ করা ও মাপ লিখার জন্য প্রয়োজনীয় ধাপ সমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্ল্যানের A বরাবর (চিত্র-৩.৩.১) একটি সেকশন লাইন একে নিতে হবে। এবার লাইনটি প্ল্যানের যে সকল ওয়াল ছেদ করে সেই ছেদ বিশ্বসমূহ থেকে লম্বা লাইন টানতে হবে।
  • এবার একটি ফ্লোর লাইন হিসাবে অনুভূমিক লাইন এঁকে নিতে হবে। এখন এই লাইনটিকে পর পর 10', 3', 3' - 6", 7- অফসেট করতে হবে।
  • সিঁড়ির ধাপ বরাবর লম্বা লাইন এঁকে চিত্রের (চিত্র-৩.৩.১) মত দুইপাশের ফ্লাইট ও খাপের জন্য ও পরপর অফসেট করে নিতে হবে।
  • লাইনসমূহ থেকে বাড়তি বা অঞ্চরোজনীয় অংশ ট্রিম করে ফেলতে হবে। যে সকল দরজা এলিভেশনে দেখা যাচ্ছে সেই দরজাসমূহের এলিভেশন এবং সেকশন অংশের দরজা আলাদা করে এঁকে নিতে হবে
  • টয়লেটের জানালা চিত্রের মত অনুভূমিক লাইন দিয়ে ও অফসেট করে এঁকে নিতে হবে (চিত্র- ৩.৩.২)

 

  • লাইন বা রেস্ট্রেজেন্স কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-  ৩.৩.৩) মত মাগ অনুযারী বারান্দার রেলিং আঁকতে হবে। এখানে রেক্টেঙ্গেল-এর পরিবর্তে বৃত্ত বা সারকেল দিয়েও একই মাপে রেলিংটি অঙ্কন করা যায়।
  • ইমারতটি সাধারণ কলাম বিমে তৈরি বলে এতে বিষ এর সেকশন ও এলিভেশন চিত্রের (চিত্র-৩.৩.৪) মত আঁকতে হবে।
  • ছাদ বা ফ্ল 4.5" এবং লিস্টে 6" এবং বি 15 " গুরুত্ব দেয়া হয়েছে। ড্রপ ওরাল ও পুরু এবং ছাদ থেকে লিন্টেল লেভেল পর্বত নিচের দিকে আঁকতে হবে (চিত্র-৩.৩.৪)। অফসেট করে আঁকার পর অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে ফেলতে হবে।
  • লাইন ও অফসেট কমান্ডের সাহায্যে সিঁড়ির পাশের দেয়ালের শেলফটি চিত্রের (চিত্র-৩.৩.৫) মত মাপে ঝাঁকে নিতে হবে এবং টিম করে সিঁড়ির ফ্লাইট ও ধাপসমূহ এঁকে নিতে হবে।
  • একটি ফ্লোরের একপার্শ্ব আঁকা হয়ে গেলে সিঁড়ির মাঝ বরাবর মিরর করে অন্য পাশটিও এঁকে নিতে হবে (চিত্র-৩.৩.৬)।
  • যেহেতু পাঁচতলা পর্যন্ত একই ধরনের ফ্লোর ভাই এটিকে কপি করে ২০', ৬০', ৪০' ও ৫০' পরপর বসাতে হবে।
  • এবার সিঁড়িঘরের উপরের অংশ এঁকে নিতে হবে এবং বারান্দার রেলিং-এর মত একই মাপে ছাদের প্যারাপেট অঙ্কন করতে হবে।
  • নিচ তলার জন্য শুধু কলাম, বিম ও সিড়ি দেখা যাবে। উত্তর পাশে বাউন্ডারি দেয়াল অঙ্কন করতে হবে।
  • বেজমেন্টের জন্য প্রবেশ পথ থেকে ঢালটি সিঁড়ির অপর প্রায় পর্যন্ত এঁকে নিতে হবে। এখানে বোমেন্টের উচ্চতা 9'-6" রাখা হয়েছে।
  • সম্পূর্ণ সেকশনটি অঙ্কিত হলে সেকশনটি নিচের চিত্রের (চিত্র-৩.৩.৭) মত দেখা যাবে।

হ্যাচ করার জন্য ( নং-৩.২):

  • প্রয়োজনীয় হ্যাচ বা যে কোন নামে দেয়ার তৈরি করে এটিকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
    • H লিখে এন্টার বা ড্র টুলবারের আইকনে ক্লিক
    • হ্যাচ ডায়লগ বক্সের হ্যাচ এর প্যাটার্ন থেকে গ্রিক সিম্বল (ANSI31 ) সিলেক্ট,
    • Add Pick Point on ক্লিক,
    • যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে চিত্রের মত অংশে ব্রিক হ্যাচ করতে হবে। [এখানে ANSI 1 সিল বা প্যাটার্ন এবং স্কেল-36 নিয়ে ব্যাচ করা হয়েছে ।

  • আবার ছাদ, বিম: লিস্টেল, ড্রপওয়াল ইত্যাদি কংক্রিটের অংশ হ্যাচ করার জন্য H লিখে এন্টার করে এল হ্যাচ এর প্যাটার্ন থেকে AR-CNC টাইপটি ক্লিক করে Add Pick Point এ ক্লিক করে যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে ফেল -2 বা 3 নিয়ে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে প্রয়োজনীয় অংশ হ্যাচ করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.৪.১) মত দেখাবে।

Content added || updated By
Promotion