অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের কিচেন ও টয়লেটের ফিক্চা‌র দেখিয়ে সেকশন অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রনালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের কিচেন ও টয়লেট-এর ফিচার দেখিয়ে সেকশন অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • লাইন কমান্ডের সাহায্যে চিত্রের মত সেকশন লাইন এঁকে নিতে হবে। লেকশন লাইন ও দেয়ালের ছেদ বিন্দু থেকে লম্বা লাইন আঁকতে হবে।
  • একটি অনুভূমিক লাইন একে ফ্লোর 5" টা শেল্ফ বা লিন্টেল লেভেল 7'-0", রুফ লেভেল 10'-0" অফসেট করতে হবে।
  • এবার বাড়তি ও অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে নিতে হবে।
  • কেবিনেট ও সেফসমূহ অফসেট, লাইন ও ট্রিম করে এঁকে নিতে হবে (চিত্র-৪.২.২)।
  • বারান্দার রেলিং ও ড্রপ ওয়াল চিত্রের (চিত্র-৪.২.২) মত একে নিতে হবে।
  • দরজার সেকশন অফসেট করে এঁকে নিতে হবে।
  • দ্র টুলবারের (ইনসার্ট ব্লকস) আইকনে ক্লিক করে ইনসার্ট ডায়লগ বক্সের Name এ ক্লিক করে যে কোনো প্রতীকে ক্লিক করলে প্রিভিউ দেখাবে।
  • এখান থেকে কিচেন হুড, ওভেন বা পূর্বের ১ম অধ্যায়ে (১.৫) তৈরিকৃত আসবাব ও ফিচার এর সম্মুখ দৃশ্যের প্রতীক থেকে প্রয়োজনীয় প্রতীক যেমন- চুলা, সিংক ইত্যাদি ধরে এনে বা ড্রাগ করে বসাতে হবে।
  • প্রয়োজন হলে রোটেট করে ঘুরিয়ে বসাতে হবে।
  • সম্পূর্ণ কিচেনের সেকশনটি চিত্রের (চিত্র-৪.২.২)। মত আঁকার পর এতে হবে হ্যাচ করতে হবে। সবশেষে ডাইমেনশন দিতে (চিত্র-৪.২.৩)।
  • কিচেনের মত লাইন কমান্ডের সাহায্যে চিত্রের মত সেকশন লাইন এঁকে নিতে হবে। সেকশন লাইন ও দেয়ালের ছেদ বিন্দু থেকে লম্বা লাইন। আঁকতে হবে (চিত্র-8.8.১)।
  • লাইন, ট্রিম ও অফসেট কমান্ডের সাহায্যে রুমটির সেকশন একে নিতে হবে।
  • এবার ফিচার এর জন্য ড্র টুলবারের (ইনসার্ট ব্লকস) আইকনে ক্লিক করে ইনসার্ট ডায়লগ বক্সের Name এ ক্লিক করে যে কোনো প্রতীকে ক্লিক করলে প্রিভিউ দেখাবে।
  • এখান থেকে কমোড, বেসিন [ বেসিনের সাইড ভিউর জন্য ইনসার্টের সময় (Explode) অন করে নিয়ে মাঝ বরাবর লাইন এঁকে অর্ধেক অংশ ট্রিম ও ইরেজ করে ফেলতে হবে।] শাওয়ার ট্যাপ ইত্যাদি ইনসার্ট করতে হবে।
  • এবার মুভ ও রোটেট করে সঠিক অবস্থানে বসাতে হবে (চিত্র- ৪.৪.২)।
  • সম্পূর্ণ টয়লেটের সেকশনটি চিত্রের (চিত্র-৪.৪.২) মত আকার পর এতে হ্যাচ করতে হবে। সবশেষে ডাইমেনশন দিতে হবে (চিত্র-8.8.৩)।
  • একই নিয়মে কমন টয়লেটের সেকশনও চিত্রের (চিত্র-৪.৪.৪,৫,৬) মত করে এঁকে নিতে হবে।
  • [অ্যাটাচ্‌ড দুটি টয়লেট সম্পূর্ণ একই রকম বলে। একটির অঙ্কনপ্রণালী বর্ণনা করা হয়েছে।]
Content added By
Promotion