অটোক্যাডে সিড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) পাইল ক্যাপ অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) এর অঙ্কন করে মাপ ও রড দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • লাইন, অফসেট, টিম ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রর (চিত্র-৮.১১) মত করে সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট করে নিতে হবে।
  • এখানে নিচের ল্যান্ডিং-এর নিচের স্তরের লম্বা রড উপরের ল্যান্ডিং এ উপরের স্তরে উঠে যেভাবে বাঁকানো দেখানো হয়েছে সেভাবে বাঁকা করে আঁকতে হবে। এবং উপরের ল্যান্ডিং-এ নিচের ঘরের রড বেঁকে ফ্লাইটের উপরের দিকে চলে যাবে।
  • একটি ফ্লাইট আঁকা হলে অন্য ফ্লাইটটি মিরর ও মুক্ত করে এঁকে নেয়া যাবে। এরপর টেক্সট ও ডাইমেনশন দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে ।
Content added By
Promotion