আবাসিক ইমারতের লিভিং রুমের আসবাব সজ্জা অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রণালি: নিম্নের চিত্রের লিভিং রুমটিতে আসবাব বিন্যাস করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট ইত্যাদি কমান্ডের সাহায্যে লিভিং রুমটি এঁকে নিতে হবে। 

স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ভারলগ বক্স আসবে।

অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (Home Space Planer dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।

Home Space Plammer dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে আসবাব এর সিম্বল দেখাবে।

চিত্র-১.২.১ একটি লিভিং রুম (যাতে আসবাব সজ্জা করতে হবে)

  • এখান থেকে বড় ও ছোটো সোফা, টেবিল, সোকেস [ কাঠের সোকেস ও কেবিনেটের টপ ভিউ দেখতে একই বলে কেবিনেটের সিম্বল ব্যবহার করা যার] এর প্রতীকসমূহ ধরে নির্দিষ্ট স্থানে বসাতে হবে ।
Content added By
Promotion