বন্ড গাঁথুনির কাজে দেয়াল বা কাঠামো নির্মাণ করলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পরতে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বলও হয় বিধায় ইটকে বন্ডিং করার প্রয়াজন হয়।
নিচে ইটের বন্ডের প্রয়োজনীয়তাসমূহ আলোচিত হলো:
দেয়াল ও অন্যান্য কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধির জন্য,
খাড়া জোড় পরিহার করে নিরাপদ দেয়াল নির্মাণের জন্য
দেয়ালের উপর আগত ভর বা লোড (Load) সুষমভাবে বিস্তৃত বা বণ্টন করার জন্য,