ইমারত নির্মাণে রাজউক (RAJUK) অনুমাদেনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদির তালিকা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

ইমারত নির্মাণে রাজউক (RAJUK) অনুমাদেনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদির তালিকা নিচে বর্ণিত হল –

১. স্বত্তাধিকারীর ইজারা দলিল/ ক্রয় দলিল/হেবা দলিল/ অন্যান্য । 

২. সরকার কর্তৃক বরাদ্দকৃত জমি হলে এর দলিলাদি ও অনুমতিপত্র । 

৩. বিধি অনুযায়ী ফি প্রদানের রশিদ। 

৪. ভূমি ব্যবহার ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) 

৫. বিশেষ প্রকল্প ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) 

৬. ইনডেমনিটি বন্ড (প্রযোজ্য ক্ষেত্রে) 

৭. মৃত্তিকা পরীক্ষার রিপার্টে (প্রযোজ্য ক্ষেত্রে) ৮. FAR (Floor Area Ratio) এর হিসাব 

৯. বিধি মাতোবেক যাবতীয় নকশা 

১০. বিধি মাতোবেক গৃহীত ব্যবস্থা 

১১. সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ছাড়পত্র/অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

Content added By
Promotion