একটি কাঠামো নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার ড্রয়িং করা প্রয়োজন হয়। প্রথমেই স্থাপত্যিক ড্রয়িং করা হয় অতঃপর এর কাঠামো বা স্ট্রাকচারাল ড্রয়িং, প্লাবিং, ইলেকট্রিক্যাল ও অন্যান্য ড্রয়িং করা হয়।
স্থাপত্যিক ড্রয়িং (Architectural Drawing)
স্থাপত্যিক ডিজাইনে ও ড্রাফটিং-এ যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— প্ল্যান, এলিভেশন সেকশন ইত্যাদি ড্রয়িং এবং ড্রয়িং-এর সেটকে স্থাপত্যিক ড্রয়িং বলে।
স্থাপত্যিক ড্রয়িং সেট-এ নিম্ন ড্রয়িং-এর সেটসমূহ থাকে:
স্থাপত্যিক ডিজাইনের প্রাথমিক অবস্থার নকশা করার জন্য যে সকল ড্রয়িং করা হয় এটি মূলত রাফ স্কেচ।প্রাথমিক অলটারনেটিভ বা কিছু নকশা থেকে একটি নির্বাচন করে তার প্রেজেন্টেশন ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।
সাধারণত গ্রাফ কাগজে বা লাইন স্কেচ করা হয় কিংবা ১ : ১০০ স্কেলে করা হয়। প্ল্যান, এলিভেশন ও মুক্তহস্তে পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D একে স্টাডি করা হয়।
ডিজাইনের প্রাথমিক অবস্থায় ক্লায়েন্টকে বা মক্কেলকে নকশা দেখানোর বা তার অনুমাদেনের জন্য যে সকল ড্রয়িং করা হয় তাকে প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing) বলে। এটি মূলত রাফ স্কেচ থেকে চূড়ান্ত পর্যায়ে আনা। অলটারনেটিভ বা বিকল্প ড্রয়িং থেকে প্রয়োজনীয় শুদ্ধি বা পরিবর্তন করে একটি নির্বাচন করে তার পরবর্তী ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।
চিত্রঃ প্রেজেন্টেশন ড্রয়িং
স্থাপত্যিক ডিজাইন অনুযায়ী কাঠামো নির্মাণের সময় মাঠ পর্যায়ে কাজ করার জন্য পূর্ণাঙ্গ মাপসহ যে সকল দ্রয়িং করা হয়। তাকে ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) বলে।
চিত্রঃ ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)
অপেক্ষাকৃত জটিল অংশসমূহ বা ওয়ার্কিং ড্রয়িং-এ দেখানো যায় না বা একটু বড় ফেলে করে মাপ দেখানোর দরকার হয় সে সকল ড্রয়িংকে ডিটেইল ড্রয়িং (Detail Drawing) বলে।
সাধারণত ১ : ১০ বা ১ : ২০ খেলে করা হয়। সিড়ি, দরজা-জানালার চৌকাঠ, রেলিং, সানশেড, মোল্ডিং, কাঠের ঘায়েন্ট ইত্যাদি কাজে ডিটেইল ড্রয়িং করা হয়।
চিত্রঃ ডিটেইল ড্রয়িং (Detail Drawing)
কাঠামো নির্মাণ করে ট্রাকচারাল ডিজাইনের জন্য যে সকল ড্রয়িং বা ড্রয়িং এর সেট প্রস্তুত করা হয় যেমন— লে আউট প্ল্যান, ট্রেঞ্চ-প্ল্যান, কলাম ডিটেইল, বিম সেকশন ইত্যাদি ড্রয়িং-এর সেটকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের ড্রয়িংসমূহকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। সাধারণত ১ : ৫০ ক্ষেত্রে করা হয়।
কিন্তু ডিটেইলসমূহ ১ : ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।
একটি ভবনের স্ট্রাকচারাল ড্রয়িং সেটএ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে।
কাঠামো নির্মাণে পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন: টয়লেট ডিটেইল, কিচেন ডিটেইল, প্লাম্বিং লে আউট, রুফ ড্রেনেজ, ইত্যাদি ড্রয়িং-এর সেটকে প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing) বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত ড্রয়িংসমূহকে প্লাম্বিং ড্রয়িং বলে। সাধারণত ১৪৫০ স্কেলে করা হয়। কিন্তু ডিটেইলসমূহ ১: ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।
একটি ভবনের প্লাম্বিং ড্রয়িং সেট-এ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে
কাঠামো নির্মাণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— ইলেকট্রিক্যাল লে আউট ইত্যাদি ড্রয়িংকে ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) বলে। ইলেকট্রিক্যাল ড্রয়িং-এ সাধারন ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট করার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত ১ : ৫০ স্কেলে করা হয় ।
সেট-এ নিমাক্তে ড্রয়িংসমূহ থাকে ।
কোনো বিল্ডিংকে সুবিধাজনক উচ্চতায় অনুভূমিকভাবে কেটে উপর থেকে যেরূপ দেখা যায় সেই দ্বি-মাত্রিক রেখা চিত্রকে প্ল্যান বলে । প্ল্যানে কক্ষের অবস্থান ও মাপ, দরজা-জানালার অবস্থান, বারান্দার অবস্থান, দেয়ালের পুরুত্ব ইত্যাদি জানা যায়।
বিল্ডিং-এর বাইরের পৃষ্ঠদেশের প্রকৃতি অর্থাৎ বিল্ডিংকে বাইরে থেকে যেমন দেখা যায় সেই দ্বি-মাত্রিক রেখা চিত্রকে এলিডেশন বলে। এলিভেশনে জানালার অবস্থান, বারান্দার অবস্থান, উচ্চতা, দেয়ালের পারস্পরিক গভীরতা ইত্যাদি দেখানো হয় ।
সেকশন (Section): কোনো বিল্ডিংকে সুবিধাজনক স্থানে উলম্বভাবে কেটে পাশ থেকে যেরূপ দেখা যায় সেই দ্বি-মাত্রিক রেখা চিত্রকে সেকশন বলে। সেকশনে উচ্চতা, দরজা-জানালার অবস্থান, বারান্দার অবস্থান, নির্মাণ উপকরণ, দেয়ালের গভীরতা, অভ্যন্তরীণ অবস্থা ইত্যাদি দেখানো হয়।
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. স্থাপত্যিক ড্রয়িং কত প্রকার ও কী কী?
২. ওয়ার্কিং ড্রয়িং কোন স্কেলে করা হয়?
৩. প্লাম্বিং ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. প্রেজেন্টেশন ও প্রিলিমিনারি বা প্রাথমিক ড্রয়িং -এর পার্থক্য লেখ।
২. ইলেকট্রিক্যাল ড্রয়িং বলতে কী বোঝায়?
৩. ফ্যাকচারাল ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ।
৪. প্রেজেন্টেশন ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ ।
রচনামূলক প্রশ্নঃ
১. বিভিন্ন প্রকার আর্কিটেকচারাল ড্রয়িং-এর চিত্রসহ বর্ণনা দাও।
২. ওয়ার্কিং ড্রয়িং বলতে কি বোঝায়, চিত্রসহ বর্ণনা দাও।
৩. প্ল্যান এলিভেশন ও সেকশনের চিত্রসহ বর্ণনা দাও ।
Read more