ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) (১২.২.৩)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
1.1k
Summary

কাঠামো নির্মাণের জন্য বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ড্রয়িংগুলোকে ইলেকট্রিক্যাল ড্রয়িং বলা হয়। এ ধরনের ড্রয়িংয়ে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট প্রস্তুত করা হয়, যা সাধারণত ১:৫০ স্কেলে করা হয়।

কাঠামো নির্মাণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— ইলেকট্রিক্যাল লে আউট ইত্যাদি ড্রয়িংকে ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) বলে। ইলেকট্রিক্যাল ড্রয়িং-এ সাধারন ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট করার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত ১ : ৫০ স্কেলে করা হয় ।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...