বিভিন্ন প্রকার ড্রয়িং

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to বিভিন্ন প্রকার ড্রয়িং.
Content

স্ট্রাকচারাল ড্রয়িং (Structural Drawing)

কাঠামো নির্মাণ করে ট্রাকচারাল ডিজাইনের জন্য যে সকল ড্রয়িং বা ড্রয়িং এর সেট প্রস্তুত করা হয় যেমন— লে আউট প্ল্যান, ট্রেঞ্চ-প্ল্যান, কলাম ডিটেইল, বিম সেকশন ইত্যাদি ড্রয়িং-এর সেটকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের ড্রয়িংসমূহকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। সাধারণত ১ : ৫০ ক্ষেত্রে করা হয়।

কিন্তু ডিটেইলসমূহ ১ : ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।

একটি ভবনের স্ট্রাকচারাল ড্রয়িং সেটএ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে।

  • লে আউট প্ল্যান (Layout Plan )
  • ট্রেঞ্চ প্ল্যান (Trench Plan )
  • ফুটিং ডিটেইল ( Footing Detail)
  • পাইল ডিটেইল (Pile Detail)
  • কলাম ডিটেইল (Column Detail )
  • বীম ডিটেইল (Beam Detail )
  • স্টেয়ার ডিটেইল (Stair Detail)
  • স্ল্যাব ডিটেইল (Slab Detail )
  • আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ( Under Ground Water Reservoir)
  • ওভারহেড ওয়াটার রিজার্ভার (Over Head Water Reservoir)
  • সেপটিক ট্যাংক (Septic Tank)
Content added By

প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing)

কাঠামো নির্মাণে পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন: টয়লেট ডিটেইল, কিচেন ডিটেইল, প্লাম্বিং লে আউট, রুফ ড্রেনেজ, ইত্যাদি ড্রয়িং-এর সেটকে প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing) বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত ড্রয়িংসমূহকে প্লাম্বিং ড্রয়িং বলে। সাধারণত ১৪৫০ স্কেলে করা হয়। কিন্তু ডিটেইলসমূহ ১: ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।

একটি ভবনের প্লাম্বিং ড্রয়িং সেট-এ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে

  • প্লাম্বিং লে আউট (Plumbing Layout)
  • টয়লেট ডিটেইল (Toilet Detail)
  • কিচেন ডিটেইল (Kitchen Detail)
  • রুফ ড্রেনেজ বা প্ল্যান ( Roof Drainage Plan )
Content added || updated By

ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing)

কাঠামো নির্মাণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— ইলেকট্রিক্যাল লে আউট ইত্যাদি ড্রয়িংকে ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) বলে। ইলেকট্রিক্যাল ড্রয়িং-এ সাধারন ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট করার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত ১ : ৫০ স্কেলে করা হয় ।

Content added By
Promotion