সজ্জা অঙ্কন প্রনালীঃ নিজের চিত্রের ডাইনিং রুমটিতে আসবাব বিন্যাস করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট ইত্যাদি কমান্ডের সাহায্যে ডাইনিং রুমটি এঁকে নিতে হবে।
স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে ।
অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (Home Space Planer. dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।
Home Space Planer.dwg ফোল্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে আসবাব-এর সিম্বল দেখাবে।
এখান থেকে ডাইনিং টেবিল, বুকে কেবিনেট (সকল কেবিনেটের টপ ভিউ দেখতে একই বলে কেবিনেটের সিম্বল ব্যবহার করা যায়) এর প্রতীকসমূহ ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে ।
ফ্রিজ বা রেফ্রিজারেটর রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে চিত্রের মত এঁকে নিতে হবে।
বেসিনের জন্য লাইন কমান্ড দিয়ে বা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে বেসিনের কেবিনেট একে হাউস ডিজাই- मার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে
এখান থেকে বেসিনের প্রতীক ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে।
এর পর প্রয়োজনমত মুভ ও রোটেট করে সঠিক জায়গায় বসাতে হবে।
সব আসবাব বসানোর পর রুমটি নিচের চিত্রের মত দেখা যাবে।
Read more