একটি আবাসিক ইমারতের রান্নাঘর ও টয়লেট-এর ফিচার লে-আউট অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

অঙ্কন প্রনালিঃ নিচের চিত্রের রান্নাঘর বা কিচেন এর ফিকচার লে-আউট করতে হবে। অটোক্যাডে লাইন, অফসেট, ট্রিম, সারকেল, রোটেট, চ্যাফার ইত্যাদি কমান্ডের সাহায্যে কিচেন রুমটি এঁকে নিতে হবে।

  • অফসেট ও টিম কমান্ড দিয়ে ২০ চওড়া কাউন্টার বা কেবিনেট একে নিতে হবে।
  • চুলার স্থানটি নিচু হবে বলে উপরের দিকে 2-6" অফসেট ও ট্রিম করে চিত্রের মত এঁকে নিতে হবে (Bar-5.8.2) 1
  • লাইন বা রেক্টেঙ্গোল ও সারকেল কমান্ড দিয়ে চুলাটি চিত্রানুযারী (চিত্র-১.৪.৩) একে নিতে হবে।

স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে।

অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।

হাউস ডিজাইনার (House Designer. dwg) কোন্ডার থেকে ব্লকস (Blocks) এ ক্লিক করলে ফিচার এর সিম্বল দেখাবে।

এখান থেকে বেসিনের, প্ল্যান বা কমোডের প্রতীক ধরে এনে ড্রয়িং এরিয়াতে বসাতে হবে। টয়লেটটি ছোট বলে বাথ টাব-এর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাবে না। এক্ষেত্রে শাওয়ার বসাতে হবে।

লাইন ও সারকেল কমান্ডের সাহায্যে প্যানটির ও আয়তকার বেসিনের প্রতীক এঁকে নিতে হবে। অ্যাটাচ্‌ড টয়লেটে শাওয়ার এর স্থানটি 6" উঁচু, 3" পুরু রেইল তৈরি করে দিলে পানি বাইরে বা চারিদিকে পড়িয়ে যাবে না।

এর পর প্রয়োজনমত মুভ ও রোটেট করে সঠিক জায়গায় বসাতে হবে ।

সব আসবাব বসানোর পর রুমটি চিত্রের মত দেখা যাবে।

Content added || updated By
Promotion