ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এর স্কেল

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

মাঠ পর্যায়ে কাজ করা হয় বলে কাজের সুবিধার্থে অপেক্ষাকৃত বড় স্কেলে অঙ্কন করা হয়। ওয়ার্কিং ড্রয়িং সাধারণত ¼ " = 1'-0" বা ১ : ৫০ ক্ষেলে অঙ্কন করা হয়। তবে ড্রয়িং খুব বড় হলে 3/16" = 1'-0" বা 1 : 65 স্কেলে অঙ্কন করা হয় ।

¼ "  = 1'-0" বা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সমান এক ফুট ধরে কাজ করা হয়। এক্ষেত্রে ¼ "  কে আবার ১২টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যার প্রতিটি এক এক ইঞ্চি মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়।

কনভারশনের জন্য:

¼ " = 1'-0" বা " =¼ “ = 12” বা 1=( 12 ×4 ) - 48" আনুপাতিক হারে প্রকাশ করলে ১ : ৪৮ যা মিটার ক্ষেলের ১ : ৫০-এর প্রায় সমান তাই মিটার স্কেলে কাজ করার সময় ১ : ৫০ স্কেলে ওয়ার্কিং ড্রয়িং করা হয়।

অনুরূপভাবে 1/16 " =1'-0" স্কেলটি ১ : ৬৫ স্কেলের প্রায় সমান বলে মিটার স্কেলে কাজ করার সময় 3/16" এর স্থলে ১ : ৬৫ স্কেলটি ব্যবহার করা হয়।

Content added By
Promotion