কাঠের জোড়ের ব্যবহার

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

লম্বাকারী জোড়ার (Lengthening Joint): কাঠের মেম্বারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এই প্রকার জয়েন্ট ব্যবহার করা হয়। প্রয়োজনীয় দৈর্ঘ্যের কাঠ না পাওয়া গেলে লম্বাকারী জোড়ার (Lengthening Joint) মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। এই জয়েন্ট বেন্ডিং প্রতিরোধে সক্ষম। ওয়াল প্লেট, টাই, স্ট্রাট, রাফটার এবং পার্লিনের ক্ষেত্রে এই জয়েন্ট বেশি ব্যবহার করা হয়। এছাড়া অস্থায়ী নির্মাণ কাজেও বেশি ব্যবহার করা হয়।

প্রশস্তকারী জোড়া (Widening Joint): এই প্রকার জয়েন্টকে সাইড জয়েন্ট বা বোর্ডিং জয়েন্ট বলে। কাঠের চওড়া বা প্রশস্ততা বৃদ্ধির জন্য একটি কাঠের পাশে আর একটি স্থাপন করে এই প্রকার জয়েন্ট তৈরি করা হয়। দরজার পাল্লা, মেঝের পাটাতন, সিলিং, কাঠের ওয়াল প্যানেলিং এর জন্য এই জয়েন্ট বেশি ব্যবহার করা হয়।

ভারবাহী জোড়া (Bearing Joint): যখন দুটি মেম্বার পরস্পর পরস্পরের সাথে সমকোণে মিলিত হয় এবং একটি মেম্বারের লোড অন্য মেম্বার দিয়ে স্থানান্তর করা হয় তাকে ভারবাহী বা বিয়ারিং জোড়া বলে। রুফ, ট্রাস, ফ্লোর ইত্যাদিতে এই জয়েন্ট ব্যবহার করা হয়। ওরাল প্লেট, কলার বিম, ও প্রিলিপাল রাফটার সংযোগ করতেও ব্যবহার করা হয়। এর উভটেইল জয়েন্ট বাক্সের কোণায়, কেবিনেট, দ্রয়ার এবং স্কাই লাইটের কার্বে ব্যবহার হয়। 

ফ্রেমের জোড়া (Framing Joint): এই জয়েন্ট দিয়ে দরজা, জানালা ভেন্টিলেটর ইত্যাদি ফ্রেম নির্মাণে ব্যবহার করা হয় । দেখতে ভারবাহী বা বিয়ারিং জোড়ার মত হলেও ভার বা লোড বহনকারী নয় । গ্রুভ বা মর্টিজ এবং টেনন বা টাংগ-এর কিছুটা পরিবর্তন করে এই জয়েন্ট তৈরি করা হয়।

কৌণিক জোড়া (Angle or Corner Joint): সাধারণত: যে কোনো ফ্রেমের কোণায়, অথবা কোণাকুণি কোনো কিছুর কিনারে ব্যবহার করা হয়। অর্থাৎ কোণে বা কর্নারে যেমন আসবাবে, দরজা, জানালা বা যেকোনো ফ্রেম ইত্যদি তৈরিতে বেশি ব্যবহৃত হয়।

তির্যক জোড়া (Oblique Shouldered Joint): রুফ বা রুফ কভারিং এ ট্রাস নির্মাণে ব্যবহার করা হয়। একটি হেলানো ও অন্যটি অনুভূমিক হলে তখন এর অবলিক টেনন জয়েন্ট ব্যবহার করা হয়। সমকোণী জংশনের জন্য বা ট্রাস মেম্বারসমূহ সূক্ষ বা স্থূলকোণে। জোড়া দেয়ার জন্য এই ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়।

Content added By

আরও দেখুন...

Promotion