জাভাস্ক্রিপ্ট (JavaScript)

জাভাস্ক্রিপ্ট গঠনপ্রণালী (JS Syntax)

Web Development - জাভাস্ক্রিপ্ট (JavaScript) - জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) | NCTB BOOK

জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম

একটি কম্পিউটার প্রোগ্রাম একগুচ্ছ "ইন্সট্রাকশন/নির্দেশনার" তালিকা যা কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হয়।

প্রোগ্রামিং-এ এই নির্দেশনাগুলোকে স্টেটমেন্ট বলা হয়।

জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

সেমিকোলন(;) এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টকে আলাদা করা হয়।

kt_satt_skill_example_id=80

Note
 
এইচটিএমএলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলো ব্রাউজারের মাধ্যমে সম্পাদিত হয়।


জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট

জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট সাধারণত ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন, কিওয়ার্ড এবং কমেন্ট নিয়ে তৈরি হয়।


জাভাস্ক্রিপ্ট ভ্যালু

জাভাস্ক্রিপ্টে দুই ধরণের ভ্যালু ব্যবহার করা হয়। যথা- ফিক্সড ভ্যালু এবং ভ্যারিয়েবল ভ্যালু।

ফিক্সড ভ্যালুকে লিটারাল বলা হয়। ভ্যারিয়েবল ভ্যালুকে চলক বা ভ্যারিয়েবল বলা হয়।


জাভাস্ক্রিপ্ট লিটারাল

ফিক্সড ভ্যালু লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলোঃ

সংখ্যাকে পূর্ণ সংখ্যা অথবা দশমিকে লেখাঃ

kt_satt_skill_example_id=84

স্ট্রিং হচ্ছে টেক্সট যাকে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের(উদ্ধৃতি চিহ্ন) মধ্যে লেখা হয়ঃ

kt_satt_skill_example_id=86

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল

প্রোগ্রামিং ভাষায় ভ্যালু সংরক্ষন করার কাজে ভ্যারিয়েবল ব্যবহার করা হয়।

ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় জাভাস্ক্রিপ্টে var কিওয়ার্ড ব্যবহার করা হয়।

ভ্যারিয়েবলের মধ্যে মান রাখার জন্য সমান(=) চিহ্ন ব্যবহার করা হয়।

নিচের উদাহরণে a কে প্রথমে var কিওয়ার্ডের মাধ্যমে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়, তারপর সমান চিহ্ন ব্যবহার করে এর মধ্যে 10 কে ভ্যালু হিসেবে রাখা হয়েছে।

kt_satt_skill_example_id=88

জাভাস্ক্রিপ্ট অপারেটর

ভ্যারিয়েবলের মধ্যে মান রাখার জন্য জাভাস্ক্রিপ্টে সাধারণত এসাইনমেন্ট অপারেটর( = ) ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=95

মান নির্ণয় করার জন্য জাভাস্ক্রিপ্টে সাধারণত গাণিতিক অপারেটর( + - *  / ) ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=96

জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন

কিছু ভ্যালু, চলক এবং অপারেটরের সমন্বয়ে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন গঠিত হয় যা একটি ভ্যালু নির্ণয় করে।

উদাহরণস্বরূপ, ৫ * ১০ এর গুণন ৫০ এ রূপান্তরিত হয়।

kt_satt_skill_example_id=102

অনেক সময় এক্সপ্রেশনের মধ্যে ভ্যালু হিসেবে ভ্যারিয়েবলও থাকতে পারেঃ

kt_satt_skill_example_id=104

জাভাস্ক্রিপ্টে মানগুলো বিভিন্ন টাইপের হতে পারে। যেমনঃ নাম্বার এবং স্ট্রিং।

উদাহরণস্বরূপ, "সাহীদ" + " " + "মাহমুদ", যোগ হয়ে "সাহীদ মাহমুদ" হয়ঃ

kt_satt_skill_example_id=109

জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড

বিভিন্ন কার্যসম্পাদন করার জন্য জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড ব্যবহার করা হয়।

যেমন- var কিওয়ার্ড ব্রাউজারকে ভ্যারিয়েবল(variable) তৈরি করতে বলেঃ

kt_satt_skill_example_id=110

জাভাস্ক্রিপ্ট কমেন্ট

জাভাস্ক্রিপ্টের সকল স্টেটমেন্ট সম্পাদিত হয়না।

ডাবল স্ল্যাস(//)এর পরের অথবা /* এবং */ এর মাঝের কোডগুলোকে কমেন্ট হিসাবে গণ্য করা হয়।

কমেন্টের কোডগুলোকে উপেক্ষা করা হয় এবং এগুলো সম্পাদিত হবে নাঃ

kt_satt_skill_example_id=114

জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার

আইডেন্টিফায়ারসমূহ হচ্ছে নাম

জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল,কীওয়ার্ড এবং ফাংশনের নাম দেওয়ার জন্য আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়।

অধিকাংশ প্রোগ্রামেই নামকরনের নিয়ম একই থাকে।

জাভাস্ক্রিপ্টে প্রথম ক্যারেক্টারটি অবশ্যই অক্ষর, আন্ডারস্কোর(_) অথবা ডলার($) চিহ্ন হবে।

পরের ক্যারেক্টারগুলো অক্ষর(characters), সংখ্যা, আন্ডারস্কোর(_) অথবা ডলার($) চিহ্ন হতে পারে।

Noteপ্রথম অক্ষরটি কখনো সংখ্যা হবে না।
এই পদ্ধতিতে জাভাস্ক্রিপ্ট খুব সহজেই নাম্বার থেকে আইডেন্টিফায়ারকে পৃথক করতে পারে।

জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ

সকল জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার কেস-সেনসিটিভ(case-sensitive)। 

lastName এবং lastname এই দুটি ভ্যারিয়েবল সম্পূর্ণ আলাদা

kt_satt_skill_example_id=116

জাভাস্ক্রিপ্ট VAR অথবা Var কে var কিওয়ার্ড হিসাবে বিবেচনা করে না।


জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেস

প্রোগ্রামাররা একের অধিক শব্দকে এক শব্দে লেখার জন্য সচারচর তিনটি পদ্ধতি ব্যবহার করেঃ

হাইফেন(-)

first-name, last-name, master-card, inter-city

আন্ডারস্কোর(_)

first_name, last_name, master_card, inter_city

ক্যামেল কেস

FirstName, LastName, MasterCard, InterCity

প্রোগ্রামিং ল্যাংগুয়েজে বিশেষত জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়ঃ

firstName, lastName, masterCard, interCity.

Noteজাভাস্ক্রিপ্টে হাইফেন(-) ব্যবহার করা যায় না। জাভাস্ক্রিপ্ট হাইফেনকে বিয়োগ চিহ্ন হিসাবে বিবেচনা করে।

জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টার সেট

জাভাস্ক্রিপ্ট ইউনিকোড ক্যারেক্টার সেট ব্যবহার করে।

ইউনিকোডে প্রায় সকল ক্যারেক্টার, সিম্বল এবং পাংচুয়েশন থাকে।

Content added || updated By
Promotion