ট্রেড এবং রাইজার-এর অনুপাত সম্পর্কিত সূত্র (Ratio of Trade and Riser)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

যে সকল অনুভূমিক ও উলৰ তলের সমন্বয়ে ধাপ গঠিত হয় সেই খাপ বা সিঁড়ির অনুভূমিক অংশ যাতে গা রেখে উপরে বা নিচে উঠানামা করা হয় তাকে সিঁড়ির ট্রেড (T) বলে। ধাপ বা সিঁড়ির উপর অংশ বা অনুভূমিক অংশকে ধরে রাখে বা সংযুক্ত করে তাকে সিঁড়ির রাইজার (R) বলে। আরামদায়ক উঠানামার জন্য সিঁড়ির ট্রেড (T) ও রাইজারের (R) মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত নির্ণয় করে সিঁড়ি ডিজাইন করা হয়। যদিও বর্তমানে রাইজারের উচ্চতা কম রাখার চেষ্টা করা হয় কিন্তু স্থান সংকুলান না হলে উচ্চতা বেশি দেয়ার প্রয়োজন হতে পারে। ট্রেড ও রাইজারের মধ্যে অনুপাত নির্ণয়ের সূত্র নিম্নরূপ—

  • ট্রেড (T) + ২ × রাইজ (R) = ৬০ সেমি
    যেমন: যদি T = ৩০ (১২") সেমি হয় তবে ২R = ৬০-৩০
    বা, R = ৩০/২=১৫ (৬")
  • ট্রেড (T) × রাইজ (R) = ৪০০ বর্গসেমি থেকে ৪৫০ বর্গসেমি
    যেমন: যদি T = ৩০ (১২") সেমি হয় তবে R = ৮৫০/৩০
    বা, R = ১৫ (৬")
  • ট্রেড (T) + রাইজ (R) = ৪০ সেমি থেকে ৪৫ সেমি
    যেমন: যদি T = ৩০ (১২") সেমি হয় তবে R = ৪৫-৩০
    বা, R = ১৫ (৬")

নিরাপদে, নির্বিঘ্নে ও দ্রুত উঠানামা করার জন্য সিঁড়ির ট্রেড (T) ও রাইজারের (R) মাপ আমাদের দেশে যথাক্রমে ১০" ও ৬" প্রচলিত রয়েছে। কিন্তু আরামদায়কভাবে উঠানামা করার জন্য রাইজারের (R) মাপ ৫" হলে ভালো হয়। স্থানের সংকুলান না হলে এই মাপকে কমবেশি করে সমন্বয় করা হয়।

 

Content added By
Promotion