ডিটেইল ড্রয়িং (Detail Drawing) এ ডাইমেনশনিং (Dimensioning) ও শর্ট নোট (Short Note) এর প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

ওয়ার্কিং ড্রয়িং-এ ডাইমেনশন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ডিটেইল ড্রয়িং-এর জন্য। কারণ ডিটেইল ড্রয়িং করাই হয় মূলত ড্রয়িংটি স্পষ্টভাবে বুঝে বিস্তারিত ও সঠিক মাপ জেনে কাজ করার জন্য। ড্রয়িংটি স্পষ্টভাবে বোঝার জন্যই বড় স্কেলে করা হয় এবং তাতে ক্ষুদ্র বা সূক্ষ্ম অংশের মাপ বিস্তারিত ভাবে দেখানো যায়। কাজেই মাপ বা ডাইমেনশন ছাড়া ডিটেইল ড্রয়িং শুধু মাত্র প্রদর্শনের জন্য চিত্র বিশেষ । ডিটেইল ড্রয়িং (Detail Drawing) এ ডাইমেনশনিং (Dimensioning) এর প্রয়োজনীয়তা নিম্নরূপ—

  • জটিল অংশসমূহ সঠিক ও নির্ভুল মাপে করার জন্য ডিজাইন বা ড্রয়িং অনুযায়ী বাস্তবে নির্মাণ করার জন্য 
  • ক্ষুদ্র জায়গার সঠিক ব্যবহার করে অপচয় রোধ করার জন্য 
  • ভুলজনিত কারণে খরচ, সময়, শ্রম এ সবের অপচয় রোধ করার জন্য 
  • ম্যাটেরিয়াল্স-এর সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অপচয় রোধ করার জন্য 
  • চাহিদা অনুযায়ী ডিজাইন করার জন্য কল্পনা ও ডিজাইনের নান্দনিক অংশকে বাস্তব রূপদান করার জন্য

ডিটেইল ড্রয়িং (Detail Drawing) এ শর্ট নোট (Short Note) এর প্রয়োজনীয়তা ওয়ার্কিং ড্রয়িং-এর অনুরূপ, যেমন—

  • ড্রয়িং-এ অবোধ্য অংশকে প্রকাশের জন্য সঠিক এবং বিকল্প ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য 
  • নির্মাণ পদ্ধতি বর্ণনা করার জন্য 
  • সুপারভিশন পদ্ধতি বর্ণনা করার জন্য
  • ড্রয়িং-এর দ্বিধা বা কনফিউশন এড়ানারে জন্য নির্মাণ কাজে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য
Content added By

আরও দেখুন...

Promotion