প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. ড্রয়িং-এর মৌলিক উপাদান কয়টি ও কি কি?

২. বিন্দু কাকে বলে? 

৩. রেখা কী? 

8. রেখা কত প্রকার ও কী কী? 

৫. তল কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ড্রয়িং-এর মৌলিক উপাদানসমূহের সংজ্ঞা লেখ। 

২. রেখার বৈশিষ্টসমূহ লেখ। 

৩. তলের বৈশিষ্টসমূহ লেখ। 

৪. ফল ও ঘনকের পার্থক্য বর্ণনা কর।

রচনামূলক প্রশ্নঃ

১. ড্রয়িং-এর মৌলিক উপাদানসমূহের বর্ণনা দাও। 

২. বিভিন্ন প্রকার জ্যামিতিক রেখার সংজ্ঞাসহ বৈশিষ্ট বর্ণনা কর। 

৩. ড্রয়িং-এ ব্যবহৃত রেখার প্রকারভেদ ব্যবহারসহ বর্ণনা কর। 

৪. যে কোনো একটি চিত্র এঁকে এতে পাঁচ প্রকার রেখার ব্যবহার দেখাও ।

Content added By
Promotion