বহুতল আবাসিক ইমারতটির Elevation ও Section

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to বহুতল আবাসিক ইমারতটির Elevation ও Section.
Content

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Elevation অঙ্কন ও হ্যাচ করা

অঙ্কন প্রনালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Elevation অঙ্কন ও হ্যাচ করার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • বহুতল আবাসিক ইমারতটির সম্মুখের কিছু অংশ কপি করে ড্রয়িং স্ক্রিনের অন্য স্থানে নিয়ে বসাতে হবে। একে অর্থো অন করে 90° কোণে রোটেট করে নিতে হবে।
  • এবার লাইন কমান্ড দিয়ে অনেকটা নিচে একটি অনুভূমিক লাইন আঁকতে হবে ।
  • প্রতিটি ভাগ বা ব্রেক পয়েন্ট থেকে নিচের লাইন পর্যন্ত লম্বা লাইন টানতে হবে।
  • এবার নিচের লাইনটি ১০ পর পর ৬ তলার জন্য ৬ বার অফসেট করতে হবে।
  • এরপর দেয়াল বরাবর অঙ্কিত বাড়তি লাইনসমূহ নিম করে ফেলতে হবে।
  • ট্রিম করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.১.২) মত দেখাবে।
  • এবার অফসেট ও লাইন কমান্ড দিরে চিত্রের (চিত্র-৩.১.৩) যত মাপ অনুযারী সবচেরে উপরের দুটি ফ্লোরের বারান্দায় স্লাইডিং দরজা ও রেলিং বা নিজের পছন্দমত রেলিং আঁকতে হবে। অক্ষনের পর অপ্রয়োজনীয় ও বাড়তি লাইন ডিলিট ও টিম করে ফেলতে হবে।
  • বারান্দায় স্লাইডিং দরজা ও রেলিং অঙ্কন করে অপ্রয়োজনীয় ও বাড়তি লাইন ডিলিট ও টিম করার পর চিত্রের (চিত্র-৩.১.৪) মত দেখাবে।
  • এবার ছুটি বারান্দা ও রেলিং দরজাসহ কপি করে নিচের দিকে 15', 25', 35', 45', 55' পর পর বসাতে হবে। এরপর মাঝে বরাবর বিপরীত দিকে লম্বভাবে মিরর করে বসাতে হবে।
  • সকল বারান্দা, স্লাইডিং দরজা ও রেলিং অঙ্কন করার পর চিত্রের (চিত্র-৩.১.৫) যত দেখাবে।
  • এবার বারান্দার রেলিং-এর মত ছাদের প্যারাপেট একে নিতে হবে।
  • লাইন কমান্ড দিয়ে সিঁড়ি বরাবর সিঁড়ি ঘর (এখানে ৮'৬" উঁচু নেয়া হয়েছে) এঁকে নিতে হবে।
  • লাইন কমান্ড দিয়ে বাউন্ডারি ওয়াল (এখানে ৫'-৬" উঁচু নেয়া হয়েছে) এঁকে নিতে হবে।

হ্যাচ করার জন্য (জব নং-৩.২):

  • প্রয়োজনীয় হ্যাচ বা যে কোন নামে লেয়ার তৈরি করে এটিকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
    • H লিখে এন্টার বা ড্র টুলবারের আইকনে ক্লিক,
    • হ্যাচ ডায়লগ বক্সের হ্যাচ এর প্যাটার্ন থেকে ব্রিক সিম্বল (AR-BRSTD) সিলেক্ট
    • Add Pick Point এ ক্লিক,
    • যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে চিত্রের মত বা নিজের পছন্দমত অংশে ব্রিক হ্যাচ করতে হবে। এখানে AR-BRSTD সিম্বল বা প্যাটার্ন এবং স্কেল-৩ নিয়ে হ্যাচ করা হয়েছে।

  • আবার জানালার বা স্লাইডিং দরজার হ্যাচ করার জন্য H লিখে এস্টার করে গ্রেডিয়েন্ট থেকে একটি পছন্দমত শেড টাইপ ক্লিক করে Add Pick Point এ ক্লিক করে যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।
  • এভাবে প্রয়োজনীয় অংশ হ্যাচ করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.২.১) মত দেখাবে।
Content added By

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Section অঙ্কন ও হ্যাচ করা

অঙ্কন প্রণালী: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Section অঙ্কন, হ্যাচ করা ও মাপ লিখার জন্য প্রয়োজনীয় ধাপ সমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

  • প্ল্যানের A বরাবর (চিত্র-৩.৩.১) একটি সেকশন লাইন একে নিতে হবে। এবার লাইনটি প্ল্যানের যে সকল ওয়াল ছেদ করে সেই ছেদ বিশ্বসমূহ থেকে লম্বা লাইন টানতে হবে।
  • এবার একটি ফ্লোর লাইন হিসাবে অনুভূমিক লাইন এঁকে নিতে হবে। এখন এই লাইনটিকে পর পর 10', 3', 3' - 6", 7- অফসেট করতে হবে।
  • সিঁড়ির ধাপ বরাবর লম্বা লাইন এঁকে চিত্রের (চিত্র-৩.৩.১) মত দুইপাশের ফ্লাইট ও খাপের জন্য ও পরপর অফসেট করে নিতে হবে।
  • লাইনসমূহ থেকে বাড়তি বা অঞ্চরোজনীয় অংশ ট্রিম করে ফেলতে হবে। যে সকল দরজা এলিভেশনে দেখা যাচ্ছে সেই দরজাসমূহের এলিভেশন এবং সেকশন অংশের দরজা আলাদা করে এঁকে নিতে হবে
  • টয়লেটের জানালা চিত্রের মত অনুভূমিক লাইন দিয়ে ও অফসেট করে এঁকে নিতে হবে (চিত্র- ৩.৩.২)

 

  • লাইন বা রেস্ট্রেজেন্স কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-  ৩.৩.৩) মত মাগ অনুযারী বারান্দার রেলিং আঁকতে হবে। এখানে রেক্টেঙ্গেল-এর পরিবর্তে বৃত্ত বা সারকেল দিয়েও একই মাপে রেলিংটি অঙ্কন করা যায়।
  • ইমারতটি সাধারণ কলাম বিমে তৈরি বলে এতে বিষ এর সেকশন ও এলিভেশন চিত্রের (চিত্র-৩.৩.৪) মত আঁকতে হবে।
  • ছাদ বা ফ্ল 4.5" এবং লিস্টে 6" এবং বি 15 " গুরুত্ব দেয়া হয়েছে। ড্রপ ওরাল ও পুরু এবং ছাদ থেকে লিন্টেল লেভেল পর্বত নিচের দিকে আঁকতে হবে (চিত্র-৩.৩.৪)। অফসেট করে আঁকার পর অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে ফেলতে হবে।
  • লাইন ও অফসেট কমান্ডের সাহায্যে সিঁড়ির পাশের দেয়ালের শেলফটি চিত্রের (চিত্র-৩.৩.৫) মত মাপে ঝাঁকে নিতে হবে এবং টিম করে সিঁড়ির ফ্লাইট ও ধাপসমূহ এঁকে নিতে হবে।
  • একটি ফ্লোরের একপার্শ্ব আঁকা হয়ে গেলে সিঁড়ির মাঝ বরাবর মিরর করে অন্য পাশটিও এঁকে নিতে হবে (চিত্র-৩.৩.৬)।
  • যেহেতু পাঁচতলা পর্যন্ত একই ধরনের ফ্লোর ভাই এটিকে কপি করে ২০', ৬০', ৪০' ও ৫০' পরপর বসাতে হবে।
  • এবার সিঁড়িঘরের উপরের অংশ এঁকে নিতে হবে এবং বারান্দার রেলিং-এর মত একই মাপে ছাদের প্যারাপেট অঙ্কন করতে হবে।
  • নিচ তলার জন্য শুধু কলাম, বিম ও সিড়ি দেখা যাবে। উত্তর পাশে বাউন্ডারি দেয়াল অঙ্কন করতে হবে।
  • বেজমেন্টের জন্য প্রবেশ পথ থেকে ঢালটি সিঁড়ির অপর প্রায় পর্যন্ত এঁকে নিতে হবে। এখানে বোমেন্টের উচ্চতা 9'-6" রাখা হয়েছে।
  • সম্পূর্ণ সেকশনটি অঙ্কিত হলে সেকশনটি নিচের চিত্রের (চিত্র-৩.৩.৭) মত দেখা যাবে।

হ্যাচ করার জন্য ( নং-৩.২):

  • প্রয়োজনীয় হ্যাচ বা যে কোন নামে দেয়ার তৈরি করে এটিকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
    • H লিখে এন্টার বা ড্র টুলবারের আইকনে ক্লিক
    • হ্যাচ ডায়লগ বক্সের হ্যাচ এর প্যাটার্ন থেকে গ্রিক সিম্বল (ANSI31 ) সিলেক্ট,
    • Add Pick Point on ক্লিক,
    • যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে চিত্রের মত অংশে ব্রিক হ্যাচ করতে হবে। [এখানে ANSI 1 সিল বা প্যাটার্ন এবং স্কেল-36 নিয়ে ব্যাচ করা হয়েছে ।

  • আবার ছাদ, বিম: লিস্টেল, ড্রপওয়াল ইত্যাদি কংক্রিটের অংশ হ্যাচ করার জন্য H লিখে এন্টার করে এল হ্যাচ এর প্যাটার্ন থেকে AR-CNC টাইপটি ক্লিক করে Add Pick Point এ ক্লিক করে যে এরিয়াতে হ্যাচ করতে হবে তার মধ্যে ক্লিক করে ফেল -2 বা 3 নিয়ে প্রিভিউ দেখে ok করতে হবে।

এভাবে প্রয়োজনীয় অংশ হ্যাচ করার পর এলিভেশনটি চিত্রের (চিত্র-৩.৪.১) মত দেখাবে।

Content added || updated By

সেকশনে মাপ লিখা

  • সেকশনে মাগ লিখার জন্য মেনুবারের ডাইমেনশন (Dimension) থেকে পিনিয়ার (Linear) এ ক্লিক করে যে দুই বিন্দুর দূরত্ব জানা প্রয়োজন সেই দুই বিন্দুতে ক্লিক করতে হবে।
  • যে কোনো টুলবারের যে কোনো আইকনে রাইট বা ডান মাউস ক্লিক করলে সব টুল বার দেখাবে, এখান থেকে ডাইমেনশন (Dimension) টুলবারটি এনে স্ক্রিনে সুবিধামত স্থানে সেট করে নিতে হবে।
  • অথবা ডাইমেনশন (Dimension) টুলবার থেকে লিনিয়ার ডাইমেনশন (Linear Dimension) ৰা আইকনে ক্লিক করতে হবে। এবার যে দুই বিন্দুর লম বা অনুভূমিক দূরত্ব জানা প্রয়োজন সেই দুই বিন্দুতে ক্লিক করতে হবে।
  • একটি মাপ নেয়া হলে পর পর মাপ নেয়ার জন্য কন্টিনিউয়াস ডাইমেনশন (Continuous Dimension) বা আইকনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী যে দূরত্ব পর্যন্ত মাপ জানা। প্রয়োজন সেই বিন্দুতে ক্লিক করতে হবে। এভাবে পরবর্তী বিন্দুতে ক্লিক করলে তার পরবর্তী মাগ পাওৱা যাবে। (চিত্র-৩.৫.১)।
  • প্রতিটি অংশের বা ভাগের মাপ দিতে হবে।
  • সম্পূর্ণ সেকশটি অঙ্কিত হলে চিত্রানুরূপ (চিত্র-৩.৫.২) দেখা যাবে।
Content added By
Promotion