বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিঁড়ির অবস্থান (৩.৪)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
255

মুসলিম রীতি ও আধুনিক স্থাপত্য ধারা অনুযায়ী প্রধান প্রবেশপথ হওয়া উচিত সহজগম্য ও খোলামেলা যেন সবাইকে ভিতরে প্রবেশে আমন্ত্রণ করে। এর অবস্থান এমন স্থানে হবে যেন সহজেই দৃষ্টিগাচের হয় বা চোখে পড়ে এবং বাড়ির সকল অংশ থেকে সহজেই যাতায়াত করা যায়। সিঁড়ির অবস্থান হতে হবে এমন স্থানে যেন আলো-বাতাস সহজেই চলাচল করতে পারে। প্রতিটি পরিবার বা ইউনিট থেকে যেন সহজেই যাতায়াত করা যায়। সিড়ি থেকে কোনো ইউনিট খুব বেশি দূরে না হয় বা ঘুরে যেতে না হয়, আবার কাছের ইউনিট এ যেন প্রাইভেসী বজায় থাকে বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিড়ির অবস্থান নিম্নরূপ হওয়া উচিত—

  • এমন স্থানে হবে যেন সহজেই দৃষ্টিগোচর হয়।
  • রাস্তা থেকে সরাসরি বা সহজে যাওয়া যায়।
  • বাড়ির প্রতিটি ইউনিট থেকে সহজে ও অল্প সময়ে যাওয়া যায় ।
  • প্রধান প্রবেশ পথ ও সিঁড়ি অবস্থান এমন স্থানে হবে যেন খোলামেলা ও আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে।
  • প্রয়োজনের অতিরিক্ত জায়গা না দখল করে বা অপচয় না হয় ।
  • ফায়ার স্টেয়ার থেকে কাছে এবং সহজে বের হয়ে আসা যায়।
  • প্রধান প্রবেশ পথ দিয়ে যেন সহজে ব্যক্তিগত যানবাহন প্রবেশ করতে ও বের হয়ে আসতে পারে ।
  • গাড়ি ও মানুষ প্রবেশের পৃথক ব্যবস্থা থাকলে ভালো হয় ।
  • সিঁড়িতে যেন সহজেই মালপত্র নেয়া আনা করা যায় ।
  • সিঁড়ি প্রধান সড়কের বা প্রধান প্রবেশ পথের দিকে হবে তবে দক্ষিণ দিক হলে সেদিকে সিঁড়ি না দেয়াই ভালো । সেক্ষেত্রে অল্প দূরত্ব অতিক্রম করলে হবে এমন অন্য যে কোনো দিকে দেয়া যায়।
  • খুব লম্বা ইমারতের জন্য মাঝামাঝি অবস্থানে রাখলে সবদিক থেকে যাতায়াত সুবিধা হয়, জায়গার অপচয় কম হয় ।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...