মুসলিম রীতি ও আধুনিক স্থাপত্য ধারা অনুযায়ী প্রধান প্রবেশপথ হওয়া উচিত সহজগম্য ও খোলামেলা যেন সবাইকে ভিতরে প্রবেশে আমন্ত্রণ করে। এর অবস্থান এমন স্থানে হবে যেন সহজেই দৃষ্টিগাচের হয় বা চোখে পড়ে এবং বাড়ির সকল অংশ থেকে সহজেই যাতায়াত করা যায়। সিঁড়ির অবস্থান হতে হবে এমন স্থানে যেন আলো-বাতাস সহজেই চলাচল করতে পারে। প্রতিটি পরিবার বা ইউনিট থেকে যেন সহজেই যাতায়াত করা যায়। সিড়ি থেকে কোনো ইউনিট খুব বেশি দূরে না হয় বা ঘুরে যেতে না হয়, আবার কাছের ইউনিট এ যেন প্রাইভেসী বজায় থাকে বহুতল আবাসিক ইমারতের প্রধান প্রবেশ পথ ও সিড়ির অবস্থান নিম্নরূপ হওয়া উচিত—